ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

মানসম্পন্ন ফুল চাষের প্রশিক্ষণ

প্রকাশিত: ০৯:১৯, ২ আগস্ট ২০১৯

মানসম্পন্ন ফুল চাষের প্রশিক্ষণ

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) ‘মানসম্পন্ন ফুল ও বাহারি গাছ উৎপাদন এবং সংগ্রহোত্তর ব্যবস্থাপনা’ শীর্ষক প্রশিক্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। গাজীপুরস্থিত বারির উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্রের ফুল বিভাগ আয়োজিত উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্রের সেমিনার কক্ষে বৃহস্পতিবার দিনব্যাপী এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষক প্রশিক্ষণের উদ্বোধন করেন বারির পরিচালক (গবেষণা) ড. মোঃ আবদুল ওহাব। ইনস্টিটিউটের পরিচালক (উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র) ড. আবেদা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরেজমিন গবেষণা বিভাগের সাবেক মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. জয়নাল আবেদিন, পরিচালক (কন্দাল ফসল গবেষণা কেন্দ্র) ড. এ কে এম শামছুল হক প্রমুখ। শূকরের মাংস জব্দ স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ সুন্দরবন থেকে ১২ কেজি শূকরের মাংস জব্দ করেছে বন বিভাগ। বুধবার গভীর রাতে পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের পুরাতন পানিঘাট থেকে বস্তাভর্তি ওই মাংস উদ্ধার করে বন বিভাগের সদস্যরা। তবে মাংস জব্দের ঘটনায় কাউকে আটক করতে পারেনি বন বিভাগ। বৃহস্পতিবার দুপুরে জব্দকৃত মাংস আদালতে সোপর্দ করেছে সুন্দরবন পূর্ব বন বিভাগ। জানা যায়, শিকারীরা হরিণের মাংস পাচার করছে এমন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায় বন বিভাগের সদস্যরা। এ সময় একটি নৌকাকে চ্যালেঞ্জ করলে নৌকায় থাকা মুখ বাঁধা এক ব্যক্তি পালিয়ে যায়। নৌকা তল্লাশি করে বস্তাভর্তি ১২ কেজি মাংস পাওয়া যায়। মাংস পরীক্ষায় দেখা যায় এগুলো শূকরের মাংস।
×