ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

চট্টগ্রামে ১০ হাজার ইয়াবাসহ গ্রেফতার দুই

প্রকাশিত: ০৯:১৮, ২ আগস্ট ২০১৯

চট্টগ্রামে ১০ হাজার ইয়াবাসহ গ্রেফতার দুই

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ মহানগরীর কোতোয়ালি থানার ফিরিঙ্গীবাজার এলাকায় অভিযান চালিয়ে উদ্ধার করা হয়েছে ১০ হাজার ইয়াবা ট্যাবলেট। গ্রেফতার করা হয়েছে এর সঙ্গে সংশ্লিষ্ট দু’জনকে। বুধবার রাতে এ অভিযান পরিচালনা করে মহানগর গোয়েন্দা পুলিশ। এছাড়া খুলশী থানার নীলাচল হাউজিং এলাকায় অভিযান চালিয়ে অস্ত্রসহ গ্রেফতার করা হয়েছে এক ডাকাতকে। সিএমপি সূত্রে জানানো হয়, গ্রেফতার দু’জনের নাম মো: আবদুল বারেক (২০) ও নুর আয়েশা। তাদের বাড়ি কক্সবাজার জেলার টেকনাফ উপজেলায়। গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার ও ইয়াবাগুলো উদ্ধার করে। অভিনব কায়দায় আচারের বৈয়ামে বহন করা হচ্ছিল ইয়াবাগুলো। জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন মাদক কারবারের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে। এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এদিকে, মহানগরীর খুলশী থানার নীলাচল হাউজিং জামে মসজিদ এলাকা থেকে এক ডাকাতকে অস্ত্রসহ গ্রেফতার করেছে পুলিশ। তার নাম আবুল বশর (৪৫)। তার বিরুদ্ধে ডাকাতি, হত্যা, বিস্ফোরক ও অস্ত্রসহ বেশকিছু অভিযোগে মহানগরীসহ জেলার বিভিন্ন থানায় ৮টি মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে পলাতক ছিল বশর ডাকাত। অবশেষে তাকে পুলিশ গ্রেফতারে সক্ষম হয়। তার কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র ও ৩ রাউন্ড কার্তুজ উদ্ধার হয়েছে। ইটনায় পানিতে ডুবে যমজ শিশুর মৃত্যু নিজস্ব সংবাদদাতা, কিশোরগঞ্জ, ১ আগস্ট ॥ জেলার হাওড় অধ্যুষিত ইটনায় বাড়ির পাশের বর্ষার পানিতে ডুবে জুয়েল ও সোহেল নামে সাড়ে চার বছর বয়সী যমজ দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে ইটনা সদরের হিরনপুর মীরাকান্দিতে গ্রামে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় একাধিক সূত্র জানায়, হিরনপুর মীরাকান্দির গ্রামের দিনমজুর আলীম উদ্দিনের দুই যমজ ছেলে জুয়েল ও সোহেল বাড়ির পাশে খেলা করছিল। এক পর্যায়ে তারা পাশের বর্ষার পানিতে পড়ে যায়। ঘটনার ঘণ্টা খানেক পর শিশুদের মা কুলসুম বেগম এক ছেলেকে বর্ষার পানিতে ভাসতে দেখে চিৎকার দেয়। এরপর লোকজন ওই শিশুটিকে উদ্ধার করে।
×