ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সাতক্ষীরায় প্রাণসায়ের খাল রক্ষায় উচ্ছেদ শুরু

প্রকাশিত: ০৯:১৮, ২ আগস্ট ২০১৯

সাতক্ষীরায় প্রাণসায়ের খাল রক্ষায় উচ্ছেদ শুরু

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা ॥ সাতক্ষীরা শহরের মধ্যদিয়ে প্রবাহিত প্রাণসায়ের খাল রক্ষায় খালপারের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু হয়েছে । বৃহস্পতিবার সকাল ৮টায় জেলা প্রশাসক এসএম মোস্তফা কামালের নির্দেশে জেলা ম্যাজিস্ট্রেট আবু সাঈদের নেতৃত্বে এ অভিযান শুরু হয়। এদিকে উচ্ছেদ অভিযানের সময় কিছু কিছু দখলদার তাদের স্থাপনাকে পৌরসভা থেকে লিজ নেয়া বলে দাবি করে বৈধ দাবি করেন। এর প্রেক্ষিতে জেলা প্রশাসনের পক্ষ থেকে গণশুনানির আহ্বান করা হয়েছে এবং দাবির পক্ষ থেকে মালিকানার বৈধ কাগজপত্র দেখানোর জন্য বলা হয়েছে। এ সময় পৌরসভার সংশ্লিষ্ট কর্মকর্তাদের উপস্থিত থাকতে বলা হয়েছে। অভিযানের প্রথম দিনে পশ্চিমপাশের মুক্তিযোদ্ধা মার্কেটের দক্ষিণ পাশ থেকে শুরু করে কেষ্ট ময়রার মোড় পর্যন্ত খালের উভয়পাশের শতাধিক অবৈধ স্থাপনা বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেয়া হয় । সাতক্ষীরা শহরবাসীর দীর্ঘদিনের দাবি ছিল প্রাণসায়ের খালের দু’ধারের অবৈধ স্থাপনা উচ্ছেদ করে খালের প্রবাহ ফিরিয়ে আনা এবং সৌন্দর্যবর্ধনের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা। সর্বশেষ ২৫ জুলাই জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় পয়লা আগস্ট থেকে প্রাণসায়ের খালের দু’ধারের অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনার সিদ্ধান্ত গৃহীত হয়। মীরসরাইয়ে ছাত্র হত্যার দায়ে ৩ জনের মৃত্যুদ- নিজস্ব সংবাদদাতা, মীরসরাই, চট্টগ্রাম, ১ আগস্ট ॥ মীরসরাই উপজেলার জেবি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র ফারহান সাকিব (১৫) হত্যাকা-ের ঘটনায় ৩ জনকে মৃত্যুদ-ের আদেশ দিয়েছেন আদালত। মৃত্যুদ-প্রাপ্ত আসামিরা হলেন, কাজী সরওয়ার উদ্দিন, শহীদুল ইসলাম ও মীর হোসেন। এছাড়া যাবজ্জীবন কারাদ- দেয়া হয়েছে অপর আসামি হোসনে মোবারক রুবেলকে। বৃহস্পতিবার চট্টগ্রামের জেলা ও দায়রা জজ মুন্সি মোহাম্মদ আব্দুল মজিদ এই রায় দেন। এছাড়া মামলার বিভিন্ন ধারায় একইসঙ্গে কাজী সরওয়ার উদ্দিন, শহীদুল ইসলাম ও মীর হোসেনকে ৫০ হাজার টাকা জরিমানা ও ১ বছরের জেল দেয়া হয়েছে। হোসনে মোবারক রুবেলকেও ৫০ হাজার টাকা জরিমানা ও ১ বছর জেল দেয়া হয়। প্রধান আসামি কাজী সরওয়ার উদ্দিনকে দেয়া হয় আরও ১০ বছরের জেল। উল্লেখ্য, ২০১৫ সালের ৬ জুন মাসে পূর্বশত্রুতার জেরে ফারহান সাকিবকে অপহরণ করা হয়।
×