ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বিশ্বভারতী ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষর

প্রকাশিত: ০৯:১৭, ২ আগস্ট ২০১৯

বিশ্বভারতী ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষর

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ জাতীয় বিশ্ববিদ্যালয় ও ভারতের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের মধ্যে বৃহস্পতিবার এক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণার ক্ষেত্রে উভয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের সংযুক্ত করে পারস্পরিক সহযোগিতা, উদ্যোগ ও বিনিময়ের লক্ষ্যে এই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। পাঁচবছর মেয়াদী এ সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. বিদ্যুৎ চক্রবর্তী ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. হারুন-অর-রশিদ। মেয়াদান্তে উভয় বিশ্ববিদ্যালয়ের সম্মতিতে এ সমঝোতা স্মারকের সময় বর্ধিত করার ব্যবস্থা রয়েছে। সমঝোতা স্মারকটি স্বাক্ষরকালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য প্রফেসর ড. মো: মশিউর রহমান, কোষাধ্যক্ষ প্রফেসর মো: নোমান উর রশীদ, রেজিস্ট্রার মোল্লা মাহফুজ আল-হোসেন এবং জনসংযোগ দফতরের পরিচালক ফয়জুল করিম উপস্থিত ছিলেন। রাজশাহীতে ট্রাকচাপায় দুই বাইকআরোহী নিহত স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ গোদাগাড়ীতে ট্র্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বুধবার রাত সাড়ে ১২টার দিকে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে উপজেলা সদরের মেডিক্যাল মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বিদিরপুর গঙ্কা গ্রামের বাসিন্দা আবদুস সামাদ (৪০) ও আলম (৩৫)। জানা গেছে, রাতে মোটরসাইকেল ও একটি ট্রাকের সংঘর্ষ হয়। এ সময় ট্রাকটি মোটরসাইকেলের দুই আরোহীকে চাপা দিয়ে পালিয়ে যায়। এ সময় পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা দুজনকে উদ্ধার করে গোদাগাড়ী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
×