ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

২৫ টাকার ইনজেকশন পাঁচ শ’ টাকায় বিক্রি ॥ জরিমানা

প্রকাশিত: ০৯:১৫, ২ আগস্ট ২০১৯

২৫ টাকার ইনজেকশন পাঁচ শ’ টাকায় বিক্রি ॥ জরিমানা

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ মাত্র ২৫ টাকার ইনজেকশনের দাম ৫০০ টাকা নেয়ায় রাজশাহীর আমানা হাসপাতালকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর এই জরিমানা আদায় করে। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের রাজশাহী বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক হাসান আল মারুফ এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, বাঘা উপজেলার বাসিন্দা মাইনুল হক কয়েকদিন আগে তার এক আত্মীয়ের অপারেশন করান নগরীর লক্ষ্মীপুর ঝাউতলা মোড় এলাকায় অবস্থিত বেসরকারী আমানা হাসপাতালে। এ সময় অপারেশনের রোগীর জন্য হাসপাতাল কর্তৃপক্ষ একটি ইনজেকশনের দাম নেয় ৫০০ টাকা। তিনি এক হাজার টাকা দিয়ে দুটি ইনজেকশন কিনেন। পরে মাইনুল জানতে পারেন, হাসপাতালের বাইরের ফার্মেসিতে ওই ইনজেকশনের দাম মাত্র ২৫ টাকা করে। এ নিয়ে অভিযোগ করলেও হাসপাতাল কর্তৃপক্ষ তা আমলে নেয়নি। এরপর গত সোমবার তিনি ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরে লিখিত অভিযোগ করেন। অভিযোগের পরই আমানা হাসপাতাল কর্তৃপক্ষকে তলব করা হয়। শুনানিতে ২৫ টাকার ইনজেকশন ৫০০ টাকায় বিক্রির অভিযোগ প্রমাণিত হওয়ায় আমানা হাসপাতাল লিমিটেডকে ৪০ হাজার টাকা জরিমানা হয়। আইন অনুযায়ী এই টাকার মধ্যে ১০ হাজার টাকা পেয়েছেন অভিযোগকারী। পরে জরিমানার টাকার অংশ অভিযোগকারীকে তুলে দেন সহকারী পরিচালক হাসান আল মারুফ।
×