ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

এবার গাজীপুর মহানগরে চক্রাকার বাস সার্ভিস চালু

প্রকাশিত: ০৯:১৪, ২ আগস্ট ২০১৯

এবার গাজীপুর মহানগরে চক্রাকার বাস সার্ভিস চালু

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ রাজধানী ঢাকার পর গাজীপুরে এবার চক্রাকার বাস সার্ভিস চালু করা হয়েছে। বৃহস্পতিবার সকালে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ আনোয়ার হোসেন এ সার্ভিসের উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত কমিশনার আজাদ মিয়া, উপ-কমিশনার আরিফুর রহমান ও শরীফুর রহমান, বাসন থানার ওসি একেএম কাউসার আহমেদ চৌধুরী, গাজীপুর জেলা সড়ক পরিবহন শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি সুলতান আহমেদ সরকার প্রমুখ। কমিশনার আনোয়ার হোসেন বলেন, গাজীপুর সিটি কর্পোরেশন এলাকায় স্বল্প দূরত্বে যাত্রীদের চলাচলের তেমন বাস সার্ভিস নেই। এছাড়া সিটি কর্পোরেশন এলাকায় মহাসড়কগুলোতে অটো চলাচল নিয়ন্ত্রণ করা হয়েছে। এজন্য বিকল্প যান হিসেবে তাকওয়া পরিবহনের ৩০টি মিনিবাস চক্রাকার সার্ভিসে যোগ করা হয়েছে। এসব বাস গাজীপুর জেলা শহরের শিববাড়ি থেকে চান্দনা চৌরাস্তা, ভোগড়া বাইপাস, নাওজোর, বঙ্গবন্ধ শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় গেট হয়ে আবার শিববাড়িতে পৌঁছবে। এতে অল্প ভাড়ায় যাত্রীরা স্বল্প দূরত্বে যাতায়াত করার সুবিধা পাবেন।
×