ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

রূপগঞ্জে চার প্রতিষ্ঠানকে জরিমানা

প্রকাশিত: ০৯:১১, ২ আগস্ট ২০১৯

রূপগঞ্জে চার প্রতিষ্ঠানকে জরিমানা

নিজস্ব সংবাদদাতা, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ১ আগস্ট ॥ রূপগঞ্জে খাদ্যে ভেজালবিরোধী অভিযানে হোটেলসহ চার প্রতিষ্ঠানকে মোট ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা ভূমি সহকারী অফিসার তরিকুল ইসলামের নেতৃত্বে তারাবো পৌরসভার রূপসী বাসস্ট্যান্ড এলাকায় মুদি মনিহারি ও মিষ্টির দোকানে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় মেয়াদ উত্তীর্ণ পণ্য ও নিম্নমানের মিষ্টি তৈরি করায় ভোক্তা অধিকার সংরক্ষিত আইনে নিউ মিষ্টি মুখকে ১০ হাজার, আদি মিষ্টান্ন ভা-ারকে ৩ হাজার, ইউসুফ স্টোরকে ৪ হাজার, মোস্তফা এন্টারপ্রাইজকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন স্যানেটারি ফুডস সেফটি ইনস্পেক্টর মনিরুল ইসলাম ও রূপগঞ্জ থানা পুলিশের একটি বিশেষ দল। ডেঙ্গু রোধে সচেতনতা স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে মুন্সীগঞ্জ আদালত প্রাঙ্গণে বৃহস্পতিবার সকালে আলোচনা সভা ও পরিচ্ছন্নতা কার্যক্রম চালানো হয়। জেলা আইনজীবী সমিতির ব্যানারে সকাল সাড়ে ১০ টার দিকে এ কার্যক্রম শুরু হয়। আলোচনা সভায় প্রধান অতিথি সংসদ সদস্য এ্যাডভোকেট মৃনাল কান্তি দাস পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেন। জেলা আইনজীবী সমিতির সভাপতি জাকারিয়া মোল্লার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শাহীন মোহাম্মদ আমান উল্লাহর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজ রোকেয়া রহমান ও চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এএম জুলফিকার হায়াত। এতে বিচারক এবং আইনজীবীগণ অংশ নেন। বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ রাজশাহী ইনস্টিটিউট অব হেল্থ টেকনোলজিতে বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জমান লিটন। বৃহস্পতিবার সকালে ফলক উন্মোচন ও ফিতা কেটে শিক্ষা প্রতিষ্ঠানটিতে বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন করেন মেয়র। উদ্বোধন শেষে বঙ্গবন্ধু কর্নার ঘুরে দেখেন মেয়র। এরপর শিক্ষাপ্রতিষ্ঠান প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ করেন তিনি। এ সময় রাজশাহী ইনস্টিটিউট অব হেল্থ টেকনোলজির অধ্যক্ষ ডাঃ ফারহানা হক, সহযোগী অধ্যাপক ডাঃ সাথী কুমার, রওশান কামাল, মোঃ আবু সায়েম, শাহ আমানত উল্লাহ, ডাঃ আনোয়ারুল ইসলাম, ডাঃ মজিবর রহমান, শিক্ষক আবু রায়হান প্রমুখ উপস্থিত ছিলেন।
×