ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নিখোঁজ স্কুলছাত্রীর সন্ধান মেলেনি ১৫ দিনেও

প্রকাশিত: ০৯:১১, ২ আগস্ট ২০১৯

নিখোঁজ স্কুলছাত্রীর সন্ধান মেলেনি ১৫ দিনেও

নিজস্ব সংবাদদাতা, নেত্রকোনা, ১ আগস্ট ॥ নিখোঁজ হওয়ার পর ১৫ দিনেও স্কুলছাত্রী দীপ্তি রানী সূত্রধরের (১৪) সন্ধান মিলেনি। এমনকি উদ্ধার হয়নি তার নিখোঁজ হওয়ার রহস্যও। এ কারণে দীপ্তি রানীর ভাগ্যে কি ঘটেছে- তা নিয়ে চরম দুশ্চিন্তাগ্রস্ত অবস্থায় দিন কাটাচ্ছেন তার স্বজনরা। জানা গেছে, কেন্দুয়া উপজেলার বলাইশিমুল ইউনিয়নের পাড়া দুর্গাপুর গ্রামের শিরিশ সরকারের মেয়ে দীপ্তি রানী সূত্রধর আশুজিয়া জেএনসি উচ্চ বিদ্যালয়ে নবম শ্রেণীতে পড়ে। গত ১৬ জুলাই সকালে সে স্কুলে যাওয়ার উদ্দেশে বাড়ি থেকে বের হয়। এরপর আর বাড়ি ফিরেনি। স্বজনরা অনেক খোঁজাখুঁজি করে কোথায়ও তার সন্ধান পায়নি। পরে ১৭ জুলাই রাতে শিরিশ সরকার এ বিষয়ে কেন্দুয়া থানায় অভিযোগ দায়ের করেন। পরদিন অভিযোগটি মামলা হিসেবে রেকর্ড করা হয়। মামলায় তিনজনকে আসামি করা হয়। মামলার অভিযোগের প্রেক্ষিতে পুলিশ সুজিত বর্মণ নামে এক যুবককে গ্রেফতার করেছে। সুজিত আশুজিয়া গ্রামের মনোরঞ্জন বর্মণের ছেলে। তবে তাকে জিজ্ঞাসাবাদ করে ঘটনার কোন রহস্য উদ্ঘাটন করতে পারেনি পুলিশ। নিখোঁজ ছাত্রীর বাবা শিরিশ সরকার জানান, সুজিত বর্মণের বোন মণি রানী বর্মণ এবং দীপ্তি রানী বর্মণ সহপাঠী। কিছুদিন আগে আদমপুর এলাকার এক যুবক মণিকে মুঠোফোনে কল করে। তখন মণি তার ফোন নাম্বার কোথায় পেয়েছেÑ তা জানতে চাইলে ওই যুবক জানায়, সে দীপ্তির কাছ থেকে নাম্বার সংগ্রহ করেছে। এ ঘটনা জানার পর মণির ভাই সুজিত বর্মণ ক্ষিপ্ত হয়ে দীপ্তিকে দেখে নেয়ার হুমকি দেয়। হুমকির কারণে দীপ্তি প্রায় এক সপ্তাহ স্কুলে যায়নি। গত ১৬ জুলাই স্কুলে যাওয়ার উদ্দেশে বাড়ি থেকে বের হয়েই সে নিখোঁজ হয়।
×