ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

শাবিতে স্মার্ট ল্যাব অটোমেশন সেবা

প্রকাশিত: ০৯:০৯, ২ আগস্ট ২০১৯

শাবিতে স্মার্ট ল্যাব অটোমেশন সেবা

শাবি সংবাদদাতা ॥ দেশে প্রথম বারের মতো ‘স্মার্ট ল্যাব অটোমেশন’ সেবা চালু করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযক্তি বিশ^বিদ্যালয়ের সিভিল এ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং (সিইই) বিভাগ। সিইই বিভাগের অধীনের ‘সেন্টার ফর রিসার্চ টেস্টিং এ্যান্ড কনসালটেন্সি (সিআরটিসি)’ নামক একটি প্রতিষ্ঠান এ সেবা চালু করেছে। ‘স্মার্ট ল্যাব অটোমেশন’ হচ্ছে এমন একটি ওয়েবপেজ যেখানে সিআরটিসির অধীনে পানি, বাতাস ও পরিবেশ, মাটির কোয়ালিটি, নির্মাণ সামগ্রী (রড, সিমেন্ট, বালু, পাথর) ইত্যাদি অনলাইনে টেস্ট করতে পারবেন। তাছাড়া বিল্ডিং ডিজাইনসহ নানা বিষয়ে কনসালটেন্সি হিসেবে এ ওয়েবপেজ থেকে সুবিধা পেতে পারেন গ্রাহকরা। বৃহস্পতিবার দুপুরে বিশ^বিদ্যালয়ের প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সিআরটিসির কো-অর্ডিনেটর ড. ইমরান কবির। তিনি বলেন, বিশেষজ্ঞ অধ্যাপকবৃন্দের অভিজ্ঞতা ও অত্যাধুনিক যন্ত্র ব্যবহারের মাধ্যমে সিভিল ও এনভায়রনমেন্টাল ইঞ্জনিয়ারিং বিষয়ক যে কোন সমস্যা সমাধানের জন্য এ সেবা চালু করা হয়েছে। সিআরটিসি আগে ম্যানুয়াল সেবা দিলেও এখন থেকে অটোমেশন পদ্ধতিতে সেবা দিতে পারবে। এ সেবার মাধ্যমে সিআরটিসির গ্রাহকরা ঘরে বসেই অনলাইনে আমাদের ওয়েবপেজে কাজের অর্ডার ও টাকা পরিশোধ করতে পারবেন। ইমরান কবির বলেন, গ্রাহকরা তাদের প্রয়োজনীয় পরীক্ষণ শেষে প্রত্যেক কাজের চূড়ান্ত রিপোর্টের ওপর একটি ইউনিক কোড ও কিউআর কোড পাবেন। যার মাধ্যমে গ্রাহকরা পরীক্ষণের রিপোর্ট যে কোন সময় স্মার্টফোনের সাহায্যে স্ক্যান করে যাচাই করে নিতে পারবেন।
×