ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

দিনাজপুর হাসপাতালে চিকিৎসক না থাকায় অপারেশন বন্ধ

প্রকাশিত: ০৯:০৮, ২ আগস্ট ২০১৯

দিনাজপুর হাসপাতালে চিকিৎসক না থাকায় অপারেশন বন্ধ

স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ দিনাজপুর শহরের গরিব, অসহায় ও সাধারণ মানুষের চিকিৎসার ভরসা ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল সুনামের সঙ্গে পরিচালিত হলেও, সার্জিকাল চিকিৎসক না থাকার কারণে ১ মাস ১০ দিন অপারেশন বন্ধ রয়েছে। যার ফলে প্রতিদিন অপারেশনের জন্য হাসপাতালে আসা রোগীরা হতাশ হয়ে ফিরে যাচ্ছে। এ বিষয়ে জেনারেল হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডাঃ মোঃ পারভেজ সোহেল রানা জানান, ইতোপূর্বে এখানে ডাঃ শিলা দিত্য শীল ও ডাঃ দ্বিজেন বর্মণ রোগীদের অপারেশন করতেন। ডাঃ দ্বিজেন বর্মণ সহকারী অধ্যাপক হিসেবে পদোন্নতি পেয়ে এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে চলে গেছেন। অপরদিকে সার্জিকাল কনসাটেল ডাঃ শিলা দিত্য শীল বিরল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্বপ্রাপ্ত থাকাকালীন মৌখিক আদেশে তিনি দিনাজপুর জেনারেল হাসপাতালে অপারেশন করতেন। বর্তমানে তিনিও আর এখানে অপারেশন করছেন না। এ বিষয়ে ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ আহাদ আলী বলেন, এখানে শৈল্য চিকিৎসক না থাকার কারণে প্রতিদিন জরুরী অপারেশনসহ বিভিন্ন অপারেশনের রোগীরা ফিরে যাচ্ছেন। যেখানে ইতোপূর্বে যেমন, মে মাসে মেজর অপারেশ হয়েছে ৫৭টি এবং মাইনর অপারেশন হয়েছে ১২৭টি। জুন মাসে মেজর অপারেশন হয়েছ ৫৬টি এবং মাইনর অপারেশন হয়েছে ১৩৮টি। গড়ে প্রতিমাসে কমপক্ষে ১৭৫টি অপারেশন হতো। বর্তমানে সার্জিকাল চিকিৎসক না থাকার কারণে ১ মাস ১০ দিন হলো ১টিও অপারেশন করা সম্ভব হয়নি। বিষয়টি স্বাস্থ্য অধিদফতর ঢাকা ও স্বাস্থ্য মন্ত্রণালয়ে জানানো হয়েছে। তারা চিকিৎসক শূন্য পদ পূরণের আশ্বাস দিলেও এখন পর্যন্ত এখানে কোন সার্জিকাল চিকিৎসক যোগদান করেনি। ডাঃ আহাদ আলী বলেন, এই হাসপাতালে হৃদরোগের সিনিয়ার কনসালটেন্ট, চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ, নাক, কান, গলা বিশেষজ্ঞ, অবস বিশেষজ্ঞসহ ৫৮ চিকিৎসকের পদ রয়েছে।
×