ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বাংলাদেশী-ব্রিটিশ নাগরিকদের ভোটার নিবন্ধন ডিসেম্বরে

প্রকাশিত: ১২:৫৮, ১ আগস্ট ২০১৯

বাংলাদেশী-ব্রিটিশ নাগরিকদের ভোটার নিবন্ধন ডিসেম্বরে

জনকণ্ঠ ডেস্ক ॥ আগামী ডিসেম্বরে বাংলাদেশী-ব্রিটিশ নাগরিকদের বাংলাদেশের ভোটার তালিকায় নিবন্ধনের পাইলট কার্যক্রম শুরু করছে নির্বাচন কমিশন। লন্ডনের বাংলাদেশ হাই কমিশনের তত্ত্বাবধানে এ কার্যক্রম পরিচালিত হবে। খবর বাংলানিউজের। গত রবিবার বাংলাদেশ হাই কমিশনের উদ্যোগে লন্ডন দূতাবাসে আয়োজিত বাংলাদেশী-ব্রিটিশ কমিউনিটির নেতাদের সঙ্গে যুক্তরাজ্য সফররত বাংলাদেশ নির্বাচন কমিশনের এক মতবিনিময় সভায় একথা বলা হয়। বুধবার যুক্তরাজ্যের বাংলাদেশ হাইকমিশন থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নির্বাচন কমিশনার বাংলাদেশী-ব্রিটিশ নাগরিকদের অনলাইনে ww(w.nid.gov.bd) হালনাগাদ তালিকার জন্য বাংলাদেশ হাইকমিশন, স্থানীয় বিভিন্ন সংগঠনের নেতা, বিভিন্ন চেম্বার প্রতিনিধি এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সহযোগিতা প্রত্যাশা করেন। তিনি বলেন, ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার যোগ্য বাংলাদেশী-ব্রিটিশ নাগরিকদের ছবি তোলা, ফিঙ্গার প্রিন্ট গ্রহণ ও অন্য কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে আগামী ডিসেম্বরে নির্বাচন কমিশনের একটি কারিগরি টিম যুক্তরাজ্য সফরে আসবে।
×