ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ওসি মোয়াজ্জেমের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ

প্রকাশিত: ১২:৫৪, ১ আগস্ট ২০১৯

ওসি মোয়াজ্জেমের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ

কোর্ট রিপোর্টার ॥ মাদ্রাসার ছাত্রী নুসরাত জাহান রাফির যৌন হয়রানি সংক্রান্ত জিজ্ঞাসাবাদের ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার মামলায় সোনাগাজী থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে বাদীর সাক্ষ্য গ্রহণ শুরু করেছে ট্রাইব্যুনাল। বুধবার সাইবার ট্রাইব্যুনালের ভারপ্রাপ্ত বিচারক শেখ নাজমুল আলম এ সাক্ষ্য গ্রহণ করে আগামী ২০ আগস্ট পরবর্তী সাক্ষ্য গ্রহণের দিন ঠিক করেছেন। মামলার বাদী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন মামলায় প্রথম সাক্ষী হিসেবে মামলার আরজির ওপর ভিত্তি করে ট্রাইব্যুনালে জবানবন্দী প্রদান করেন। পরে আসামি পক্ষে এ্যাডভোকেট ফারুক আহমেদ তাকে অংশিক জেরা করেন। সাক্ষ্যগ্রহণের রাষ্ট্রপক্ষে বিশেষ পাবলিক প্রসিকিউটর নজরুল ইসলাম শামীম সহায়তা করেন। কারাগারে থাকা আসামি ওসি মোয়াজ্জেম হোসেনকে সাক্ষ্য গ্রহণকালে কারাকর্তৃপক্ষ ট্রাইব্যুনালে হাজির করেন।
×