ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ডেঙ্গুজ্বরে আক্রান্ত চলচ্চিত্র তারকা

প্রকাশিত: ১২:১৯, ১ আগস্ট ২০১৯

ডেঙ্গুজ্বরে আক্রান্ত চলচ্চিত্র তারকা

সারাদেশে ভয়াবহ রূপ নিয়েছে ডেঙ্গু। এডিস মশার কামড়ে ডেঙ্গু যেন মহামারিতে রূপ নিয়েছে। ঢাকা শহর এডিস মশার মূল আস্তানা হিসেবে পরিচিতি থাকলেও এর বিস্তৃতি এখন সারা দেশে। প্রতিদিন নানা পেশার, নানা শ্রেণীর মানুষ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন। নিয়মিত মৃত্যুর খবরও পাওয়া যাচ্ছে। ডেঙ্গুর ভয়াল থাবা থেকে বাদ পড়েনি চলচ্চিত্রের তারকারাও। ইতোমধ্যে জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা আলমগীর এবং চিত্রনায়ক রাজ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। আলমগীর বাংলাদেশ চলচ্চিত্র ভক্তদের কাছে প্রিয় পরিচিত মুখ। এক সময়ে সাদাকালো এবং রুপালি পর্দা কাঁপানো আলমগীর যে জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন সেটা গণমাধ্যমকে তিনি নিজেই জানিয়েছেন। তিনি বলেন, আপাতত কিছুটা সুস্থবোধ করছি। আরও দু-তিনদিন হাসপাতালে থাকতে বলেছেন চিকিৎসকরা। সুস্থতার জন্য ভক্তদের কাছে দোয়াও চেয়েছেন বাংলা চলচ্চিত্রের এ উজ্জ্বল নক্ষত্র। আলমগীর আশি আর নব্বইয়ের দশকের আলোচিত চলচ্চিত্র অভিনেতা। ঢাকাই সিনেমার সুপারহিট নায়ক ছিলেন তিনি। ৯ বার জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ বেশকিছু পুরস্কারেই তিনি ভূষিত হয়েছেন। তিনি ভক্তদের উপহার দিয়েছিলেন অ্যাকশন, রোমান্টিক, ফোক ফ্যান্টাসিসহ সব ধরনের চলচ্চিত্র। শুধু অভিনয়েই তিনি আলো ছড়াননি পাশাপাশি তাকে দেখা গিয়েছে প্রযোজক, গায়ক পরিচালক হিসেবেও। আমার জন্মভূমি ছবির মাধ্যমে ১৯৭৩ সালে চলচ্চিত্র অঙ্গনে পা রাখেন তিনি। শুধু কী আলমগীর ডেঙ্গুতে আক্রান্ত? না তার সঙ্গে যোগ হয়েছে আরেক অভিনেতার নাম। তিনি ‘আইসক্রিম’-খ্যাত অভিনেতা শরিফুল রাজ। বর্তমানে তিনিও হাসপাতালে ভর্তি আছেন। রাজ একজন মডেল অভিনেতা। নায়ক হিসেবে তাকে প্রথম কাজ করতে দেখা যায় সাফিং নিয়ে নির্মিতব্য দেশের প্রথম চলচ্চিত্রে। রাজের শারীরিক অবস্থার কথা জানাতে গিয়ে তার বন্ধু-সহকর্মী উর্মিলা শ্রাবন্তী কর জানান, বর্তমানে রাজের অবস্থা ভাল। জ্বর এবং প্লাটিলেট নিয়ন্ত্রণে আছে। এদিকে ৩০ জুলাই সকালে তাঁর রক্তে প্লাটিলেটের পরিমাণ ২৭০০০- এ নেমে এসেছিল। জরুরী রক্ত সরবরাহ করে সেটি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন শমরিতা হাসপাতালের চিকিৎসকরা। শরীফুল রাজ বর্তমানে ‘পরাণ’ নামের একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন। সব ঠিকঠাক থাকলে শীঘ্রই তাকে শূটিং স্পটে দেখার কথা। এছাড়া তানিম রহমান অংশু পরিচালিত ‘ন ডরাই ’ চলচ্চিত্রের কেন্দ্রীয় ভূমিকায়ও আছেন তিনি। ছবিটির প্রযোজনা প্রতিষ্ঠান স্টার সিনেপ্লেক্স। ছবিটি আগামী অক্টোবরেই মুক্তি পাওয়ার কথা। আনন্দকণ্ঠ ডেস্ক
×