ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ঈদের সিনেমা কত দূর!

প্রকাশিত: ১২:১৭, ১ আগস্ট ২০১৯

ঈদের সিনেমা কত দূর!

দিনের হিসাবে কোরবানির ঈদ আসতে আর বেশি দিন বাকি নেই। গেল বছরগুলোতে এই সময়ের মধ্যে মোটামুটি নিশ্চিত খবর পাওয়া যেত সম্ভাব্য সিনেমার তালিকা। সে হিসাবে আপাতত গড়মিল দেখছি। এখন পর্যন্ত যানা যায়নি ঈদ-উল-আযহার সিনেমার কথা। দীর্ঘদিন ধরে দেশীয় চলচ্চিত্রের খারাপ অবস্থার মধ্যে একটি ধারা কিন্তু অব্যাহত আছে। আর তা হলো সারা বছর সিনেমার সংখ্যা যাই-ই থাক না কেন, ঈদ উপলক্ষে একাধিক নতুন সিনেমা মুক্তির একটি জাঁকজমক আবহ তৈরি করা। সিনেমার দর্শকও এই প্রণোদনায় সাড়া দিয়ে আসছে। বর্তমান অবস্থার পরিপ্রেক্ষিতে হয়ত সে ধারাও ভাঙ্গার পথে! এরপর হয়ত দেখা যাবে কেবল ঈদ-উল-ফিতরকে কেন্দ্র করে আমরা সারা বছর সিনেমা নির্মাণ করব! তারপর এই আগ্রহও হারিয়ে যাবে! ঘটনার পরম্পরায় এমনটাই ইঙ্গিত দিচ্ছে। আমরা কি দিন দিন সিনেমা নির্মাণে আগ্রহ হারিয়ে ফেলছি! অন্যবারের থেকে এবারের কোরবানির ঈদের বিশেষ দিক হোল- ছুটির সময় দীর্ঘ। টেলিভিশনে নেই বিশ্বকাপ ক্রিকেট বা বিশ্বআসরের কোন প্রভাব। সেক্ষেত্রে আসছে কোরবানির ঈদ আনন্দ নতুন সিনেমায় মোহিত করার সুযোগ রয়েছে। খোঁজ-খবর নিয়ে জানা যায় এবারে ঈদ-উল-আযহায় তিনটি সিনেমা মুক্তির সম্ভাবনা রয়েছে। জাকির হাসান রাজু পরিচালিত ‘বেপরোয়া’ ববি ও রোশান অভিনীত এই সিনেমা নিয়ে দর্শকদের মধ্যে আগ্রহ ছিল কিন্তু ঠিক কি কারণে এই সিনেমা এই দীর্ঘ সময়ের অপেক্ষা তা পরিষ্কার নয়। তারপরও এই সিনেমা নিয়ে ভীষণ আশাবাদী নায়ক রোশান, সম্প্রতি আনন্দকণ্ঠের সঙ্গে আলাপচারিতায় বলেন, ‘এখন পর্যন্ত এটি আমার ‘মনের মতো মানুষ পাইলাম না।’ বরাবরের মতো এবারেরও ঈদ সিনেমার তারকা শাকিব খান-বুবলী। মারমার কাটকাট গল্প থেকে এই সিনেমা গল্প ভিন্ন, প্রেম বিরহের সঙ্গে পারিবারিক নাটকীয়তা এই সিনেমা আলাদা দিক। শাকিব খান নিজেও ‘মনের মতো মানুষ পাইলাম না’ নিয়ে বেশ উচ্ছ্বসিত। ‘শাহেনশাহ্’ নামে তার আরও একটি সিনেমা মুক্তির কথা থাকলেও কিন্তু এখনও নিশ্চিত নয়। অন্যদিকে এক বছর আগে মাত্র দুটি হলে মুক্তি পেয়েছিল রাজা চন্দ পরিচালিত, ববি-রোসান অভিনীতি বড় বাজেটের সিনেমা ‘বেপরোয়া।’ এই সিনেমা নিয়ে নায়ক রোসান সম্প্রতি আনন্দকণ্ঠের উচ্ছ্বাস প্রকাশ করে বলেছে,‘এখন পর্যন্ত এটি আমার জন্য বেস্ট ছবি।’ অন্যদিকে এক রকম অমীমাংসিত আছে অনন্য মামুনের ‘বন্ধন’ নামে আরও একটি পারিবারিক-সামাজিক গল্পের সিনেমা। এছাড়া প্রথমে টিভি পর্দায় এবং ঈদের পরে সিনেমা হলে মুক্তি পাবে রাজু আলীম পরিচালিত, মৌসুমি হামিদ ও শিপন মিত্র অভিনীত রোমান্টিক গল্পের সিনেমা ‘ভালবাসার রাজকন্য’ নামের আরও একটি সিনেমা। সার্বিক বিষয় নিয়ে বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির সভাপতি ইফতেখার উদ্দিন নওশাদের সঙ্গে কথা হয় আনন্দকণ্ঠের। রোজার ঈদের সিনেমা এবং আসন্ন কোরবানি ঈদের সিনেমার সম্ভাবনা সম্পর্কে নওশাদ বলেন, ঈদে এ পর্যন্ত তিনটা সিনেমার খবর আমরা পেয়েছি। এর মধ্যে শাকিবের একটা সিনেমা আছে। রোজার ঈদে শাকিবের ‘পাসওয়ার্ড‘ ভাল ব্যবসা করেছে। এবারও আশা করছি। আর জানেন-ই তো কোরবানির ঈদে মানুষ পশু কেনাকাটা এবং পারিবারিক বিষয় নিয়ে একটু বেশি ব্যস্ত থাকে। রোশান-ববির ‘বেপরোয়া’ তো নতুন সিনেমা নয় বছর খানেক আগে এই সিনেমা মুক্তি পেয়েছিল নতুন করে এই সিনেমার সম্ভাবনা কেমন দেখছেন? আমি ঠিক বুঝলাম না কেন দীর্ঘ সময় এই সিনেমাটা ধরে রাখা হলো। সময়ের বিবেচনায় খুব একটা সম্ভাবনা দেখছি না। গত কয়েক সপ্তাহ কলকাতার সিনেমা বাংলাদেশে মুক্তি পাচ্ছে দর্শক রেসপন্স কেমন অনুভব করছেন? নওশাদ, দেখেন গত কয়েক সপ্তাহ দেশে কোন নতুন সিনেমা নেই। আমাদের তো শূন্যস্থান পূরণ করতে হবে। সাফটা চুক্তির মাধ্যমে যে সিনেমাগুলো আসছে সেগুলো সময়ের বিচারে একটু দীর্ঘ নয়? হ্যাঁ তা ঠিক। আমরা চাই এই চুক্তিটা বাতিল হোক ঢাকায় হলিউডের সিনেমার মতো হিন্দী, বাংলা সিনেমা মুক্তি পাক। তাতে করে হল মালিক এবং সিনেমাপ্রেমী উভয়েরই ভাল সময় কাটবে। ঈদের পর এ নিয়ে আমরা বড় পদক্ষেপ নেব।
×