ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

গীতাঞ্জলির রবীন্দ্র নজরুল উৎসব

প্রকাশিত: ১২:১৬, ১ আগস্ট ২০১৯

গীতাঞ্জলির রবীন্দ্র নজরুল উৎসব

স্টাফ রিপোর্টার ॥ ঐতিহ্যবাহী সাংস্কৃতিক চর্চা কেন্দ্র গীতাঞ্জলি ললিতকলা একাডেমির উদ্যোগে রবীন্দ্র-নজরুল উৎসবের সমাপনী হলো গত ২৭ জুলাই ছিল। গত ২৬ জুলাই উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি। বিশেষ অতিথি ছিলেন সাবেক সংস্কৃতি সচিব আকতারী মমতাজ, ঢাকা মেট্রোপলিটন পুলিশ, অতিরিক্ত পুলিশ কমিশনার মনিরুল ইসলাম বিপিএম (বার), পিপিএম (বার) ও ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার উত্তরা বিভাগ নাবিদ কামাল শৈবাল। দুই দিনের উৎসব সভাপতিত্ব করেন গীতাঞ্জলি ললিতকলা একাডেমির উপদেষ্টা দেশবরেণ্য শিক্ষাবিদ জাতীয় অধ্যাপক রফিকুল ইসলাম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন গীতাঞ্জলি ললিতকলা একাডেমির পরিচালক ও প্রধান নির্বাহী সাংস্কৃতিক ব্যক্তিত্ব মাহবুব আমিন মিঠু। বিকেল ৪টা থেকে সাংস্কৃতিক পর্ব শুরু হয় এবং সন্ধ্যা ৭টা থেকে ৮টা পর্যন্ত আলোচনা ও পুনরায় ৮টা থেকে ১০টা পর্যন্ত উত্তরা রবীন্দ্র স্মরণীর বটমূলে দুইদিন গীতাঞ্জলির শিল্পীদের পাশাপাশি কিছু সাংস্কৃতিক প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীত শিল্পী সাজেদ আকবর, সালমা আকবর ও সুবহা আকবর উদ্বোধনীতে এবং নজরুলসঙ্গীত শিল্পী সালাউদ্দিন আহমেদ ও সেলিনা হোসেন সমাপনীতে সঙ্গীত পরিবেশনা করেন। উল্লেখ্য, গীতাঞ্জলি ললিতকলা একাডেমি সুস্থ ধারায় সাংস্কৃতিক চর্চা কেন্দ্র। গত পনেরো বছর ধরে নিবেদিতভাবে সাংস্কৃতিক কার্যক্রম পরিচালনা করে আসছে। গীতাঞ্জলি সারা বছর উত্তরা জনপদে কিছু সাংস্কৃতিক উৎসবের আয়োজন করে। যা অত্র অঞ্চলের নাগরিকদের সাংস্কৃতিক চাহিদা পূরণে উল্লেখযোগ্য ভূমিকা রাখছে।
×