ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

শোক দিবসে বঙ্গবন্ধুকে নিয়ে সহিদ রাহমানের গল্পে দুই কাহিনীচিত্র

প্রকাশিত: ১২:১৪, ১ আগস্ট ২০১৯

শোক দিবসে বঙ্গবন্ধুকে নিয়ে সহিদ রাহমানের গল্পে দুই কাহিনীচিত্র

স্টাফ রিপোর্টার ॥ শুরু হয়েছে শোকের মাস আগস্ট। ১৯৭৫ সালের এই মাসের ১৫ তারিখে কতিপয় বিপথগামী সেনার হাতে নিহত হয়েছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। জাতীয় জীবনে নৃশংস ও ইতিহাসের বর্বরোচিত হত্যাকা-ের বিরুদ্ধে প্রতিবাদকারীদের ওপর রচিত হয়েছে প্রখ্যাত লেখক সহিদ রাহমানের গল্প ‘মহামানবের দেশে’। এই গল্প অবলম্বনে তিনটি কাহিনীচিত্র নির্মিত হয়েছে। এর মধ্যে ‘পঁচাত্তরের ডায়েরি’, ‘সেদিন শ্রাবণের মেঘ ছিল’ কাহিনীচিত্র দুটি এ মাসে প্রচার হবে বলে জানা গেছে। এর মধ্যে জাতীয় শোক দিবস উপলক্ষে শোকাবহ ১৫ আগস্ট ‘সেদিন শ্রাবণের মেঘ ছিল’ কাহিনীচিত্রটি বেসরকারী টিভি চ্যানেল এটিএন বাংলায় সন্ধ্যা ৬টায় প্রচার হবে। একই দিনে রাত ৭-৪৫ মিনিটে চ্যানেল আইতে প্রচার হবে কাহিনীচিত্র ‘পঁচাত্তরের ডায়েরি’। ‘পঁচাত্তরের ডায়েরি’ নাটকটি প্রযোজনা করেছে পিয়া ভিশন। আর ‘সেদিন শ্রাবণের মেঘ ছিল’ প্রযোজনা করেছে তিয়াসা মাল্টিমিডিয়া। ‘সেদিন শ্রাবণের মেঘ ছিল’ কাহিনীচিত্রটি নোয়াখালীর মধুপুর গ্রামের এক মাধ্যমিক পাস শিক্ষিত সমাজ সচেতন যুবকের গল্প। সে ১৯৭৫ সালের ১৫ আগস্টেই বিয়ে করে। বিয়ের বাসর রাতে ঢোকার সময়ই বঙ্গবন্ধু হত্যাকা-ের খবর দেয় তার বন্ধু। সেই যে যুবক এই হত্যাকা-ের প্রতিবাদে ঘর থেকে বেরিয়ে গেল, যুবকটি আর ফিরতে পারেনি এবং পুলিশের হাতে নির্যাতনের শিকার হয়ে কারাগারে যাবজ্জীবন কাটিয়েছে। সহিদ রাহমানের রচনা ও চিত্রনাট্যে এটি পরিচালনা করেছেন রাজিবুল ইসলাম রাজিব। অভিনয় করেছেন- আজাদ আবুল কালাম, রওনক হাসান ও হিমিসহ প্রমুখ। অন্যদিকে ‘পঁচাত্তরের ডায়েরি’ কাহিনীচিত্রে বঙ্গবন্ধুকে ১৯৭৫ সালে ১৪ জুন হত্যাকা-ের পরিকল্পার কথা উঠে এসেছে। বঙ্গবন্ধু বেতবুনিয়া ভূ-উপগ্রহ কেন্দ্র, রাঙ্গামাটি পরিদর্শনে যাওয়ার সময় পথিমধ্যে তাঁকে হত্যা করা হবে বলে পরিকল্পনা করা হয়। সেই খবর জানতে পেরে জনপ্রতিনিধি বেলায়েত বঙ্গবন্ধুকে সতর্ক করে। পরে সেই পরিকল্পনা বাস্তবায়ন না হওয়ায় ষড়যন্ত্রকারীরা আবারও পরিকল্পনা করে একই বছরের ১৫ আগস্ট এবং বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করে। এই কু-পরিকল্পনা সফল হওয়ার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা মৌন মিছিল বের করে। তারাও পুলিশের হাতে আটক হয় এবং নির্মম নির্যাতনের শিকার হয়। রাকেশ বসুর চিত্রনাট্যে এই কাহিনীচিত্রটি পরিচালনা করেছেন সুমন ধর। অভিনয় করেছেন- শহীদুজ্জামান সেলিম, শাহাদাত হোসেন, মনোজ প্রামাণিক, তানিয়া বৃষ্টি, জাহাঙ্গীর আলম ও মাস্টার শাকিলসহ প্রমুখ।
×