ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সেমিফাইনালে হারল মুমিনুলরা

প্রকাশিত: ১২:১১, ১ আগস্ট ২০১৯

সেমিফাইনালে হারল মুমিনুলরা

স্পোর্টস রিপোর্টার ॥ ভারতের ‘মিনি রঞ্জি ট্রফি’ খ্যাত ড. (ক্যাপ্টেন) থিম্মাপ্পিয়া মেমোরিয়াল টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে মুমিনুল হকের নেতৃত্বাধীন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) একাদশ। সেমিফাইনালে উঠেছিল। ফাইনালের আশা ছিল। এ জন্য সেমিফাইনালে ছত্তিশগড় রাজ্য ক্রিকেট সংঘের বিরুদ্ধে জিততে হতো। কিন্তু ৭ উইকেটে হেরে গেছে বিসিবি একাদশ বিদায় নিয়েছে। ছত্তিশগড়কে ২২৮ রানের টার্গেট ছুড়ে দিয়েছিল মুমিনুলরা। চারদিনের এই ম্যাচের শেষ দিনে এ টার্গেট ৩ উইকেট হারিয়ে অতিক্রম করে ফেলে ছত্তিশগড়। শেষদিনে দুই সেশন ব্যাটিং করেই জিতে যায়। দুই ওপেনার ঋষভ তিওয়ারি এবং জীবনজিত সিংয়ের ৯৬ রানের জুটিতে জয়ের ভিত পেয়ে যায় ছত্তিশগড়। মুমিনুল হক বোলিংয়ে এসে এই জুটি ভাঙ্গেন। ৩৯ রান করা ঋষভকে ফেরান তিনি। এরপর নাজমুল হোসেন শান্ত ফেরান হাফ সেঞ্চুরি করা জীবনজিতকে। তিনে নামা আভনিশকে ১৯ রানে ফেরান এবাদত হোসেন। সে সময় তিন উইকেট হারিয়ে কিছুটা চাপে থাকলেও পরবর্তীতে দলকে সহজ জয় এনে দেন চারে নামা আমানদ্বীপ। তিনি খেলেন ৮৬ রানের অপরাজিত ইনিংস। তার সঙ্গে শশাঙ্ক ২৫ রানের অপরাজিত ইনিংস খেলে জয় নিয়ে মাঠ ছাড়েন। এর আগে প্রথম ইনিংসে লিড পাওয়া বিসিবি একাদশ দ্বিতীয় ইনিংসে এসে নিদারুণ ব্যর্থতার পরিচয় দেয়। মাত্র ১৫০ রানেই গুটিয়ে যায় মুমিনুল হকদের ইনিংস। প্রথম ইনিংসে বিসিবি একাদশ করে ৩৩৪ রান। ছত্তিশগড় নিজেদের প্রথম ইনিংসে করে ২৭৫ রান। দ্বিতীয় ইনিংসে দুর্দান্ত ব্যাটিং প্রদর্শন করেই জিতে ছত্তিশগড় ফাইনালে উঠে যায়। সেমিফাইনালে হেরে বিদায় নেয় বিসিবি একাদশ। স্কোর ॥ বিসিবি একাদশ প্রথম ইনিংস- ৩৩৪/১০; সাইফ ৯২, ইয়াসির ৬২; বীরপ্রতাপ ৪/৯২, বিনি ৩/৫১ ও দ্বিতীয় ইনিংস ১৫০/১০; ৬২.১ ওভার; আরিফুল ৬৩, সোহান ৩০; শুভাম ৪/৫১, পুনিত ৩/১৮। ছত্তিশগড় প্রথম ইনিংস- ২৭৫/১০; ঋষভ ১০০, শশাঙ্ক ৮৫; আরিফুল ২/১৩, শান্ত ২/১৩ ও দ্বিতীয় ইনিংস ২৩১/৩; ৫৩.৫ ওভার; আমানদ্বীপ ৮৬*, জীবনজিত ৫০; শান্ত ১/২৩, মুমিনুল ১/৪। ফল ॥ বিসিবি একাদশ ৭ উইকেটে পরাজিত।
×