ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

ডোপ কেলেঙ্কারিতে চার মাস নিষিদ্ধ পৃথ্বী শ

প্রকাশিত: ১২:১১, ১ আগস্ট ২০১৯

ডোপ কেলেঙ্কারিতে চার মাস নিষিদ্ধ পৃথ্বী শ

স্পোর্টস রিপোর্টার ॥ নিষিদ্ধ ড্রাগ নেয়ার বিষয় প্রমাণ হওয়ায় সব ধরনের খেলা থেকে চার মাস নিষিদ্ধ হয়েছেন ভারতের তরুণ ক্রিকেটার, আগামীর শচীন টেন্ডুলকর খ্যাত পৃথ্বী শ। ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) এই নিষেধাজ্ঞা দিয়েছে। যে কারণে চলতি বছরের ১৫ নবেম্বর পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটে খেলতে পারবেন না ১৯ বছর বয়সী পৃথ্বী। তবে নিষিদ্ধ থাকলেও আগামী ১৫ সেপ্টেম্বর থেকে অনুশীলন শুরু করতে পারবেন তিনি। এ প্রসঙ্গে বিসিসিআই বিবৃতিতে জানিয়েছে, পৃথ্বী অসাবধানবশত নিষিদ্ধ ড্রাগ নিয়েছেন। সাধারণত যা কফ সিরাপে পাওয়া যায়। তার মূত্রের নমুনাতে ‘টারবিউটালিন’ পাওয়া যায়। বিসিসিআই-এর এ্যান্টি ডোপিং নিয়মের ২.১ ধারা ভঙ্গ করায় নিষিদ্ধ করা হয়েছে পৃথ্বীকে। অবশ্য অনিচ্ছাকৃত এই ভুলের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে ক্ষমা চেয়েছেন পৃথ্বী। তিনি লিখেছেন, আমি জানতে পেরেছি আগামী ১৫ নবেম্বর পর্যন্ত ক্রিকেট খেলতে পারব না। গত ফেব্রুয়ারিতে সৈয়দ মুস্তাক আলি টুর্নামেন্ট খেলার সময় সিরাপ ব্যবহার করেছি। সেখান থেকেই ডোপ টেস্টে পজিটিভ হয়। দ্রুত সুস্থতার জন্য আমি এটি নিয়েছিলাম এবং আশাকরি এই ঘটনা অন্যদের সচেতন করবে। ২০১৮ সালের অক্টোবরে টেস্ট আঙ্গিনায় পথচলা শুরু হয় পৃথ্বীর। রাজকোটে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওপেনার হিসেবে খেলতে নেমে বিশ্বকে চমকে দেন তিনি। ১৯টি চারে ১৫৪ বলে ১৩৪ রান করেন। এরপর উইন্ডিজের বিরুদ্ধে পরের টেস্টের দুই ইনিংসে ৭০ ও অপরাজিত ৩৩ রান করেন। এমন ব্যাটিং নৈপুণ্যের পর ক্রিকেট বিশেষজ্ঞরা তাকে ভারতের ভবিষ্যত টেন্ডুলকর বলে অভিহিত করেন। ক্যারিবীয়দের বিরুদ্ধে দুর্দান্ত নৈপুণ্যের পর অস্ট্রেলিয়া সফরের দলে সুযোগ হয় পৃথ্বীর। কিন্তু গোড়ালির ইনজুরির কারণে পুরো সিরিজ থেকেই ছিটকে পড়েন। আশা ছিল ওয়েস্ট ইন্ডিজ সফর দিয়ে আবারও দলে ফিরবেন।
×