ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

হাতুরুকে ইস্তফা দিতে শ্রীলঙ্কার আল্টিমেটাম

প্রকাশিত: ১২:১০, ১ আগস্ট ২০১৯

হাতুরুকে ইস্তফা দিতে শ্রীলঙ্কার আল্টিমেটাম

স্পোর্টস রিপোর্টার ॥ এশিয়া কাপের পর বিশ্বকাপেও ভরাডুবি। কোচ চন্দিকা হাতুরুসিংহকে আর প্রয়োজন নেই, সেটি আগেই জানিয়ে দিয়েছিল শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড (এসএলসি)। বোর্ড চাচ্ছিল হাতুরু স্বেচ্ছায় সরে যাক। এখনও মেয়াদের ১৬ মাস বাকি। তার আগে বরখাস্ত করতে হলে পুরো পাওনা পরিশোধ করতে হবে। স্বেচ্ছায় সরছেন না হাতুরু। তাই তার বিরুদ্ধে আইনী ব্যবস্থা নিতে চাইছে শ্রীলঙ্কা। খোদ ক্রীড়ামন্ত্রী হারিন ফার্নান্দো পরিষ্কার ভাষায় বলেছেন হাতুরু যেন ভালয় ভালয় ইস্তফা দেন। ‘তার (হাথুরুসিংহে) অধীনে আমরা যদি মাত্র ৩৫ শতাংশ ম্যাচ জিতি তাহলে সেই কোচদের এত বড় অঙ্কের বেতন দেয়ার মানে হয় না। যে টাকা আমরা এখন দিচ্ছি, একই অর্থে দু’জন বিদেশী কোচ আনা সম্ভব। যে টাকা আমরা দিচ্ছি, এটা নিয়ে আমাদের অবশ্যই আলাপ-আলোচনা করতে হবে। রাজি না থাকে তো চাকরি ছেড়ে চলে যেতে পারেন’ বলেন ফার্নান্দো। তিনি আরও যোগ করেন, ‘১৪ আগস্ট নিউজিল্যান্ডের বিপক্ষে হোম সিরিজ শুরুর আগেই আমরা নতুন কোচ পাব। হাতুরু যদি দায়িত্ব ছাড়তে না চান আমরা হয়তো তার বিরুদ্ধে আইনী পদক্ষেপ নেব না অথবা বোর্ডে আমরা তাকে অন্য কোন দায়িত্ব নেয়ার প্রস্তাব দেব।’ বাংলাদেশের সাবেক কোচ হাতুরু কোচ হিসেবে যেমন স্বাধীনভাবে দায়িত্ব পালন করতে চান, তেমনি বেতনও নেন আকাশছোঁয়া। বিদেশী কোচের চেয়ে প্রায় দ্বিগুণ বেতন নেন হাতুরু। যদিও দায়িত্ব ছাড়ার প্রশ্নে কিছুদিন আগে বলেছিলেন, তিনি পুরো মেয়াদ শেষ করতে চান। প্রতি মাসে হাতুরু ৪০ হাজার ডলার করে নেন। বাংলাদেশী মুদ্রায় যেটি প্রায় ৩৩ লাখ ৭৮ হাজার টাকা। শ্রীলঙ্কান রুপীতে মাসে যেটি ৭০ লাখ ৫১ হাজার। এই হাই প্রোফাইল কোচের সাফল্যের যা হার তাতে এত বেতন দেয়ার পক্ষে নন শ্রীলঙ্কার ক্রীড়ামন্ত্রী। তিনি স্পষ্ট জানিয়েছেন, হাথুরুকে সরিয়ে বিদেশী কোন কোচকে দলের দায়িত্ব দিতে চান। তিনজন সেরা আন্তর্জাতিক কোচ নাকি দায়িত্ব নিতে আগ্রহী। বাংলাদেশের মাটিতে ২০১৮ সালের শুরুতে অনুষ্ঠিত সিরিজ দিয়েই শ্রীলঙ্কার কোচ হিসেবে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হয়েছিল হাতুরুর। এবার ঘরের মাটিতে বাংলাদেশের বিপক্ষে আরেকটি সিরিজেই হয়তো তার সমাপ্তি হতে যাচ্ছে। এসএলসির এক নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে সংস্থাটির সাধারণ সম্পাদক মোহন ডি সিলভা ইতোমধ্যে লিখিত নোটিস পাঠিয়েছেন হাতুরুকে। সেখানে সাফ বলা আছে, বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজ শেষেই তাকে পদত্যাগ করতে হবে। ৫১ বছর বয়সী হাতুরু গেল ২০১৭ সালের ডিসেম্বরে বাংলাদেশের কোচ হিসেবে দায়িত্ব ছাড়ার পর যোগ দিয়েছিলেন শ্রীলঙ্কান শিবিরে। আশা ছিল বাজে পারফর্মেন্সের মধ্য দিয়ে যাওয়া শ্রীলঙ্কার ক্রিকেট তার ওপর ভর করে আবারও মাথা তুলে দাঁড়াবে। কিন্তু হয়েছে তার উল্টোটা। লঙ্কান দলের পারফর্মেন্স আরও নিম্নমুখী হয়েছে।
×