ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ফাইনালে খেলা হলো না বেহাল রিয়ালের

প্রকাশিত: ১২:১০, ১ আগস্ট ২০১৯

ফাইনালে খেলা হলো না বেহাল রিয়ালের

স্পোর্টস রিপোর্টার ॥ প্রাক-মৌসুম প্রস্তুতি টুর্নামেন্টে খাবি খেয়েই চলেছে রিয়াল মাদ্রিদ। স্প্যানিশ পরাশক্তিরা একের পর এক ম্যাচে ব্যর্থতার স্বাক্ষর রাখছে। ব্যর্থতার ধারাবাহিকতায় জার্মানিতে চার ক্লাবকে নিয়ে আয়োজিত অডি কাপের ফাইনালে উঠতে পারেনি গ্যালাক্টিকোরা। সরাসরি সেমিফাইনাল থেকে শুরু হয় টুর্নামেন্টের খেলা। এক সেমিতে মুখোমুখি হয় রিয়াল মাদ্রিদ ও ইংলিশ ক্লাব টটেনহ্যাম হটস্পার। মিউনিখের এ্যালিয়েঞ্জ এ্যারানায় মঙ্গলবার রাতে অনুষ্ঠিত ম্যাচে রিয়ালকে ১-০ গোলে হারিয়ে ফাইনালে ওঠে টটেনহ্যাম। স্পার্সদের হয়ে জয়সূচক গোলটি করেন তারকা ফরোয়ার্ড হ্যারি কেন। একই মাঠে আরেক সেমিতে তুরস্কের ক্লাব ফেনারব্যাচকে ৬-১ গোলে বিধ্বস্ত করে ফাইনালের টিকেট কাটে স্বাগতিক বেয়ার্ন মিউনিখ। বাভারিয়ানদের হয়ে হ্যাটট্রিক করেন তারকা ফরোয়ার্ড টমাস মুলার। সেমির দুই বিজয়ী দল টটেনহ্যাম ও বেয়ার্ন বুধবার রাতে ফাইনালে মুখোমুখি হয়। যে কারণে কারা শিরোপা জিতেছে তা এতক্ষণে নিশ্চিত হয়ে গেছে। ফাইনালের আগে তৃতীয় স্থান নির্ধারণ ম্যাচ খেলেছে রিয়াল মাদ্রিদ ও ফেনারব্যাচ। ম্যাচের প্রায় পুরোটা সময়ই প্রাধান্য বিস্তার করে খেলে টটেনহ্যাম। তবে ২২ মিনিটে মার্সেলোর ভুল পাসে হ্যারি কেন বল পেয়ে সুযোগটি কাজে লাগিয়ে স্পার্সদের এগিয়ে দেন। শেষ পর্যন্ত এই গোলেই জয়-পরাজয় নিষ্পত্তি হয়। গত সপ্তাহে এ্যাটলেটিকো মাদ্রিদের কাছে ৭-৩ গোলে বিধ্বস্ত হওয়ার পর গোলরক্ষক থিবাট কুর্তোয়ার বদলে কেইলর নাভাসকে খেলায় রিয়াল। প্রথমার্ধে বেশ কয়েকটি দারুণ সেভ করে রিয়ালকে রক্ষা করেন কোস্টারিকার এই গোলরক্ষক। বিরতির পর ডেলে আলির দুটি সুযোগ ও ১৭ বছর বয়সী ট্রয় প্যারোটের শট পোস্টে না লাগলে বড় ব্যবধানেই জয়ী হতে পারতো ইংলিশ জায়ান্টরা। ম্যাচ শেষে রিয়াল মিডফিল্ডার টনি ক্রুস ব্যর্থতা স্বীকার করে নিয়ে বলেন, আমাদের এই জয়টা প্রাপ্য ছিল। এটা সত্যি যে আমরা মোটেই ছন্দে নেই। আমাদের শুরুটাই খারাপ হয়েছিল। আমাদের ভুলের পুরো সুযোগগুলো কাজে লাগিয়েছে প্রতিপক্ষ টটেনহ্যাম। আর টটেনহ্যাম কোচ মাওরিসিও পচেত্তিনো জিতলেও বাহবা দিয়েছেন রিয়াল গোলরক্ষককে। তিনি বলেন, আমরা আরও বড় ব্যবধানে জিততে পারতাম। কেইলর নাভাস ম্যাচের সেরা খেলোয়াড়। সে আমাদের বেশ কয়েকটা নিশ্চিত গোল ফিরিয়ে দিয়েছে। নতুন মৌসুমকে সামনে রেখে কোচ জিনেদিন জিদানের দলের প্রস্তুতিটা মোটেই ভাল হয়নি। প্রাক-মৌসুম চারটি ম্যাচের মধ্যে তিনটিতেই হারের পাশাপাশি ১৩টি গোলও হজম করেছে তারা। চলতি সপ্তাহে গ্যারেথ বেলের দল ছাড়ার বিষয়টি প্রায় নিশ্চিত হয়ে যাওয়ায় তিনি মিউনিখ সফরে দলের বাইরে ছিলেন। বেয়ার্ন থেকে জেমস রড্রিগুয়েজ ফিরে আসার পর এখন পর্যন্ত মূল একাদশে সুযোগ পাননি। আর গ্রীষ্মকালীন ট্রান্সফার মার্কেটে বেলজিয়ান তারকা ইডেন হ্যাজার্ডকে দলভুক্ত করলেও তিনি এখনও নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি। মিউনিখ সফর শেষে রিয়াল যাবে অস্ট্রিয়া সফরে। সেখানে আগামী ৬ আগস্ট সালজবার্গের বিপক্ষে ম্যাচ খেলবে গ্যালাক্টিকোরা। এরপর এএস রোমার বিপক্ষে ম্যাচ খেলতে ইতালিতে যাবে চ্যাম্পিয়ন্স লীগের সেরা সাফল্যের দলটি। লা লিগা মৌসুম শুরু হওয়ার আগে আগামী ১৭ আগস্ট শেষ প্রীতি ম্যাচে সেল্টা ভিগোর মুখোমুখি হবে রিয়াল। আরেক ম্যাচে ফেনারব্যাচের বিরুদ্ধে মুলারের হ্যাটট্রিকের পাশাপাশি বেয়ার্নের হয়ে বাকি গোলগুলো করেন রেনাটো সানচেজ, লিও গোয়েটজা ও কিংসলে কোম্যান। ফেনারব্যাচের জার্মান ফরোয়ার্ড ম্যাক ক্রুস ম্যাচের ৬৪ মিনিটে দলের পক্ষে সান্ত¡নাসূচক একমাত্র গোল করেন। ম্যাচ শেষে হ্যাটট্রিকম্যান মুলার বলেন, ম্যাচের শুরু থেকেই আমরা ভাল খেলেছি। আমাদের আক্রমণের কারণে ফেনারব্যাচ ভুল করেছে। এখন আমরা ট্রফি জিততে পারলে শেষটা দারুণ হবে।
×