ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বগুড়ায় নদীতে ডুবে দুই কলেজ ছাত্রের মৃত্যু

প্রকাশিত: ১১:৫৮, ১ আগস্ট ২০১৯

বগুড়ায় নদীতে ডুবে দুই কলেজ ছাত্রের মৃত্যু

স্টাফ রিপোর্টার, বগুড়া অফিস ॥ বুধবার দুপুরে পানিতে ডুবে আবু সুফিয়ান সাদ (২০) ও সোহেল রানা (১৮) নামে দুই কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। এর মধ্যে সাদ সিলেট পলিটেকনিকের শিক্ষার্থী ছিল। অপরদিকে সোহেল রানা চলতি বছর এইচএসএসসি পাস করে। পুলিশ ও এলাকাবাসী জানায়, দুপুর ১টার দিকে বগুড়া সদরের শাখারিয়া জঙ্গলপাড়ার আবদুল কুদ্দুসের ছেলে সোহেল রানা গ্রামের অনেকের সঙ্গে স্থানীয় সামুন্দার খালে মাছ ধরার জন্য নামে। এ সময় হঠাৎ করে সে ডুবে যায়। পরে লোকজন তার মরদেহ উদ্ধার করে। অপরদিকে দুপুর ২টার দিকে সদরের জয়পুরপাড়ার এলাকার ইমতিয়াজ হোসেনের ছেলে সাদ তার দুই বন্ধুকে নিয়ে মুগলিশপুর এলাকায় করতোয়া নদীতে গোসল করতে যায়। নারায়ণগঞ্জ স্টাফ রিপোর্টার নারায়ণগঞ্জ থেকে জানান, বন্দরের মাহমুদনগর এলাকায় শীতলক্ষ্যা নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে মোঃ ইয়াছিন (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাত দেড়টায় ফায়ার সার্ভিসের ডুবুরিরা ইয়াছিনের লাশ উদ্ধার করে। মঙ্গলবার বিকেলে শিশুটি মাহমুদনগর সিমেক্স সিমেন্ট ফ্যাক্টরির ঘাটে গোসল করতে গিয়ে পানিতে ডুবে যায়।
×