ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

কোন মহৎ অর্জনই ত্যাগ ছাড়া হয় না ॥ ড. হারুন

প্রকাশিত: ১১:৫৮, ১ আগস্ট ২০১৯

কোন মহৎ অর্জনই ত্যাগ ছাড়া হয় না ॥ ড. হারুন

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্য প্রফেসর ড. হারুন-অর-রশিদ বলেছেন, ‘মহৎ কোন কিছু অর্জন করতে হলে প্রয়োজন নিষ্ঠা, ত্যাগ, অধ্যবসায় এবং কঠোর পরিশ্রম। দেশের স্বাধীনতা অর্জনের পেছনেও রয়েছে এক হাজার বছরের দীর্ঘ লড়াই এবং সংগ্রামের বীরত্বগাঁথা ইতিহাস।’ বুধবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে ‘আইসিটি বেসিক্স এ্যান্ড অফিস ম্যানেজমেন্ট ট্রেনিং’ শীর্ষক সনদ বিতরণ ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য এসব কথা বলেন। তিনি আরও বলেন, ‘জাতীয় বিশ্ববিদ্যালয় আমাদের রুটি-রুজির জায়গা। এই প্রতিষ্ঠানকে পরিবারের মতোই ভালবাসতে হবে। পরিবারের সদস্যদের যেমন পরম মমতায় আগলে রাখতে হয় তেমন এই প্রতিষ্ঠানকেও আমাদের গভীরভাবে ভালবাসতে হবে।’ বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য প্রফেসর ড. মশিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোল্লা মাহফুজ আল- হোসেনসহ বিভিন্ন দফতরের প্রধানগণ।
×