ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বিসিসির ৫৪৮ কোটি টাকার বাজেট ঘোষণা

প্রকাশিত: ১১:৫৬, ১ আগস্ট ২০১৯

বিসিসির ৫৪৮ কোটি টাকার বাজেট ঘোষণা

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ ২০১৯-২০ অর্থবছরে বরিশাল সিটি কর্পোরেশনের প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। প্রস্তাবিত বাজেটের আকার দাঁড়িয়েছে ৫৪৮ কোটি ১০ লাখ ৬৭ হাজার ৪৩৭ টাকা। যা গত ১৭তম বাজেটের চেয়ে ১০৪ কোটি ৭০ লাখ ৬৯ হাজার ১৮২ টাকা বেশি। ২০১৮-১৯ অর্থবছরে বাজেটের আকার ছিল ৪৪৩ কোটি ৩৯ লাখ ৯৮ হাজার ২৫৫ টাকা। যার সংশোধন হয়ে দাঁড়িয়েছে ১২৫ কোটি ৩৩ লাখ ৮৯ হাজার ৬৪৫ টাকা। বুধবার বিকেলে নগর ভবনের সামনে উন্মুক্ত বাজেট অনুষ্ঠানের মাধ্যমে বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর পক্ষে প্যানেল মেয়র-১ গাজী নঈমুল হোসেন লিটু প্রস্তাবিত বাজেট ঘোষণা করেন। সিটি নির্বাচনের এক বছর পর মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর এটাই প্রথম বাজেট। বাজেট ঘোষণা অনুষ্ঠানে সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ, জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান, মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (সদর দপ্তর) হাবিবুর রহমান খান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সাংসদ এ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুস, জেলা পরিষদের চেয়ারম্যান মইদুল ইসলাম, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একেএম জাহাঙ্গীর, মেয়র পতœী লিপি আব্দুল্লাহসহ জেলা ও মহানগর আওয়ামী লীগ, সুধীজন, সাংবাদিকসহ সাধারণ নগরবাসী উপস্থিত ছিলেন।
×