ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

টুকরো খবর

প্রকাশিত: ১১:৫৪, ১ আগস্ট ২০১৯

টুকরো খবর

গাছ কাটা বন্ধের দাবি স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ রাজশাহীতে আন্দোলনের মুখে শতবর্ষী গাছ কাটা কিছুদিন বন্ধের পর আবারও গাছ কাটা শুরু করেছে। এর প্রতিবাদে বৃহস্পতিবার বেলা ১১টার দিকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারের সামনে মানববন্ধন কর্মসূচী পালন করেছে রাজশাহীতে পরিবেশবাদী আন্দোলনকারী সংগঠন পরিবেশ আন্দোলন ঐক্যপরিষদ। মানববন্ধন কর্মসূচীতে সভাপতিত্ব করেন স্বাধীনতা চর্চা কেন্দ্রের আহ্বায়ক ডাঃ মাহফুজুর রহমান রাজ। বক্তব্য রাখেন পরিচ্ছন্ন রাজশাহীর আহ্বায়ক রফিকুল হক সেন্টু। অন্যদের মাঝে বক্তব্য রাখেন- রাজশাহী প্রেসক্লাব সাধারণ সম্পাদক আসলাম-উদ-দৌলা, নিউ ডিগ্রী কলেজের সাবেক ভিপি রায়হান উদ্দিন হালিম, সমাজসেবক বিপুল রহমান, নবজাগরণ ছাত্রসমাজের আহ্বায়ক তামিম সিরাজী, সাবেক ছাত্রনেতা আশিক হোসেন, সাবেক ছাত্রনেতা জুলফিকার আলী ভুট্টো, হ্যাপিক্লাবের সভাপতি মোস্তাফিজুর রহমান প্রমুখ। এ সময় বক্তারা অবিলম্বে গাছ কাটার গণবিরোধী টেন্ডার বাতিলের দাবি জানান। বিদ্যুতস্পৃষ্টে যুবকের মৃত্যু স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ বাকেরগঞ্জ উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের তিমিরকাঠি গ্রামে বিদ্যুতপৃষ্ট হয়ে জাবেদ সিকদার (২৫) নামের এক যুবক মারা গেছে। নিহতের পিতা আলতাফ শিকদার জানান, মঙ্গলবার রাতে বাড়ির পাশের একটি বিল্ডিংয়ের ছাদে জমে থাকা বৃষ্টির পানি নিষ্কাশন করতে গিয়ে পল্লী বিদ্যুতের লাইনের তারে জাবেদ বিদ্যুতপৃষ্ট হয়। বাড়ির লোকজনে তাকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। ছিনতাই বন্ধে জঙ্গল পরিষ্কার নিজস্ব সংবাদদাতা, মাধবপুর, হবিগঞ্জ, ৩১ জুলাই ॥ মাধবপুর উপজেলার ঢাকা সিলেট মহাসড়কে যানবাহন ও যাত্রীদের চুরি, ছিনতাই রোধ করতে ব্যতিক্রম উদ্যোগ নিয়েছে পুলিশ। মহাসড়কের দু’পাশে ঘন জঙ্গল পরিষ্কার পরিচ্ছন্নতায় নেমেছে মাধবপুর পুলিশ। গভীর জঙ্গলে লুকিয়ে থাকা অপরাধীরা রাস্তায় চলাচলকারী যানবাহনে ঢিল নিক্ষেপ করে বিশেষ কায়দায় অপরাধ সংঘটিত করে আসছিল। বুধবার সকালে মাধবপুর থানা পুলিশের উদ্যোগে মহাসড়কের নয়াপাড়া থেকে শাহজীবাজার পর্যন্ত জঙ্গল কেটে পরিষ্কার কার্যক্রম শুরু হয়। নয়াপাড়ার বাসিন্দা আব্দুল আউয়াল শাহ লিটন জানান, বর্ষা মৌসুম এলে রাস্তার দু’পাশে ঘন জঙ্গলে ভরে যায়। এগুলো পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য কেউ এগিয়ে আসে না। এ কারণে রাতে অপরাধীরা এসব জঙ্গল কে নিরাপদ ভেবে চুরি, ছিনতাই ও গাড়িতে ঢিল নিক্ষেপ করে গাড়ি থামিয়ে চুরি, ছিনতাই করত। পরিবেশ দূষণের প্রতিবাদ নিজস্ব সংবাদদাতা, ভালুকা, ময়মনসিংহ, ৩১ জুলাই ॥ ভালুকা উপজেলা পরিষদের সামনে পোল্ট্রির বর্জে পরিবেশ দূষণের প্রতিবাদে বুধবার সকাল ১০টায় উপজেলার বাটাজোর হারিশ্বর গ্রামবাসী মানববন্ধন কর্মসূচী পালন করেছে। মানববন্ধনে অংশ নেয়া হারিশ্বর গ্রামবাসীরা জানায় জনবসতিপূর্ণ এলাকায় ওয়েসিস এগ্রো লিমিটেড নামে ট্রেড লাইসেন্স প্রাপ্ত হয়ে সিপি বাংলাদেশ কোম্পানি পরিচয়ে পোল্ট্রি ফার্মে ৪ লক্ষাধিক মুরগি লালন পালন করে আসছে। পোল্ট্রি থেকে নির্গত দুর্গন্ধ, মশা মাছি আশপাশের বাড়িঘরে মানুষের খাবারে বসে ডায়রিয়াসহ পেটের পীড়ায় আক্রান্ত হচ্ছে। পোল্ট্রি থেকে নির্গত মুরগির বিষ্ঠা মিশ্রিত পানি ফসলের ক্ষেতে নামার কারণে ২/৩ কিলোমিটার পর্যন্ত এলাকার ধান মরে নষ্ট হয়। বর্জ মিশ্রিত পানি ক্ষেতে নামায় কৃষকরা হাল চাষ করতে গেলে শরীরে চুলকানিতে ঘা হয়ে যায়। খোলা আকাশের নিচে মুরগির বিষ্ঠা ফেলে রাখায় দুর্গন্ধ ছড়ানোর কারণে বাড়িঘরে মশারি টানিয়ে খাবার খেতে হয়। মরা মুরগি পোড়ানোর সময় এলাকার মানুষ বাড়িঘরে থাকতে পারে না। শীর্ষ সন্ত্রাসী কালা খোরশেদ আটক স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ শহরের শীর্ষ সন্ত্রাসী, কলাতলীতে পাঁচ বছরে অঢেল সম্পদের মালিক ও কোটিপতি বনে যাওয়া মাদকসম্রাট খোরশেদ আলম ওরফে কালা খোরশেদকে (৩৫) গ্রেফতার করেছে সদর থানা পুলিশ। মঙ্গলবার রাতে শহরের লাইট হাউস এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। খোরশেদ ওই এলাকার আমির হোসেনের পুত্র। তার বিরুদ্ধে মাদক, অস্ত্র, হত্যা ও পুলিশের ওপর হামলাসহ অর্ধ ডজনের বেশি মামলা রয়েছে বলে জানান কক্সবাজার সদর মডেল থানার ওসি ফরিদউদ্দিন খন্দকার। ব্যাংক কর্মকর্তার আত্মহত্যা স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ রবিউল ইসলাম (৫৫) নামে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের (রাকাব) এক কর্মকর্তা আত্মহত্যা করেছে। তিনি জলঢাকা উপজেলার বড়ভিটা শাখার ব্যবস্থাপক হিসেবে কর্মরত ছিলেন। জলঢাকা উপজেলার কলেজপাড়ার নিজবাসায় বুধবার সকালে সিলিং ফ্যানের সঙ্গে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন তিনি। তবে তার আত্মহত্যার সঠিক কারণ জানা যায়নি।
×