ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নিরাপত্তা কর্মীর বিরুদ্ধে বিক্ষোভ

প্রকাশিত: ১১:৫৩, ১ আগস্ট ২০১৯

নিরাপত্তা কর্মীর বিরুদ্ধে বিক্ষোভ

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রাম মহানগরীর একটি বালিকা উচ্চ বিদ্যালয়ের নিরাপত্তারক্ষীর হাতে শ্লীলতাহানির শিকার হয়েছে শিক্ষার্থীরা। বুধবার সকালে এ ঘটনায় বিদ্যালয়ের সামনে বিক্ষোভ প্রদর্শন করেছে অভিভাবক ও স্থানীয়রা। তবে ঘটনার পর থেকে গা ঢাকা দিয়ে আছে অভিযুক্ত ওই নিরাপত্তারক্ষী। ডবলমুরিং থানা সূত্রে জানা যায়, অভিযুক্ত দীপক দে (৪০) পাহাড়তলী থানার ফইল্যাতলি এলাকার ননী গোপাল দের পুত্র। নগরীর পাঠানটুলী খান সাহেব সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়ের নিরাপত্তারক্ষী হিসেবে কর্মরত দীপকের বিরুদ্ধে অভিযোগ, তিনি বিভিন্ন সময়ে শিক্ষার্থীদের সঙ্গে খারাপ আচরণ এবং অঙ্গভঙ্গি করে থাকেন। বিষয়টি জানাজানি হওয়ার অভিভাবকরা বিক্ষুব্ধ হয়ে উঠেন। বুধবার সকালে তারা বিদ্যালয়ের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন। গুজব ঠেকাতে সভা নিজস্ব সংবাদদাতা, ভালুকা, ময়মনসিংহ, ৩১ জুলাই ॥ উপজেলার হবিরবাড়ি ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৫ ময়মনসিংহ এর আয়োজনে বুধবার সকালে গুজব প্রতিরোধে পুলিশের জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার হবিরবাড়ি ইউনিয়ন সোনারবাংলা উচ্চ বিদ্যালয়ের হলরোমে আয়োজিত অনুষ্ঠানে স্কুলের প্রধান শিক্ষক নূরুল ইসলাম খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন পুলিশ সুপার ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৫ ময়মনসিংহ গোলাম রউফ খান পি পি এম (বার), শিক্ষক শাহজাহান ও জসিম উদ্দিন।
×