ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

চবিতে এক হাজার বৃক্ষরোপণ

প্রকাশিত: ১১:৫২, ১ আগস্ট ২০১৯

চবিতে এক হাজার বৃক্ষরোপণ

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রাম বিভাগে এক লাখ বৃক্ষ রোপণ কর্মসূচীর অংশ হিসেবে চট্টগ্রাম বিশ^বিদ্যালয়ে (চবি) লাগানো হয়েছে এক হাজার গাছের চারা। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার এই কর্মসূচী উদ্বোধন করেন। বুধবার সোশ্যাল মুভমেন্টের উদ্যোগে চবি কেন্দ্রীয় বিতর্ক সংগঠন ‘চিটাগং ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি’র (সিইউডিএস) সহযোগিতায় এবং ইয়ং ইকোনমিস্ট সোসাইটি’র (ইয়েস) ও আমেরিকান কর্নারের অংশগ্রহণে এ কর্মসূচী পালিত হয়। চবি ভারপ্রাপ্ত উপাচার্য বলেন, বাস্তুসংস্থানের ভারসাম্য রক্ষায় বনায়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। একশ্রেণীর অবিবেচক মানুষের আগ্রাসনে প্রতিদিন বৃক্ষ নিধনের মাধ্যমে প্রাকৃতিক বন ধ্বংস করার ফলে পৃথিবীর প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হচ্ছে। এ জন্য পৃথিবীর ইকোলজিক্যাল ব্যালেন্স রক্ষায় বৃক্ষ রোপণের কোন বিকল্প নেই। তিনি শিক্ষার্থীসহ সকলের উদ্দেশে বলেন, শুধু বৃক্ষ রোপণ করলে হবে না, এর সঠিক পরিচর্যার মাধ্যমে বৃক্ষকে বাঁচিয়ে রাখারও উদ্যোগ গ্রহণ করতে হবে। এ সময় চবি আইন অনুষদের ডিন সিইউডিএস’র মডারেটর প্রফেসর এ বি এ আবু নোমান, জীববিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ মাহবুবুর রহমান, চবি বোটানিক্যাল গার্ডেনের ইনচার্জ উদ্ভিদ বিজ্ঞান বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ কামরুল হুদা, ১২৪ সোশ্যাল মুভমেন্টের ফাউন্ডার চবি ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ শাহাব উদ্দিন এবং উপদেষ্টা চবি হিসাব বিজ্ঞান বিভাগের প্রফেসর ড. রনজিত কুমার চৌধুরী উপস্থিত ছিলেন।
×