ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ভালুকায় বন প্রহরীর সঙ্গে গ্রামবাসীর সংঘর্ষে আহত ৩০

প্রকাশিত: ১১:৫২, ১ আগস্ট ২০১৯

ভালুকায় বন প্রহরীর সঙ্গে গ্রামবাসীর সংঘর্ষে আহত ৩০

নিজস্ব সংবাদদাতা, ভালুকা, ময়মনসিংহ, ৩১ জুলাই ॥ ভালুকা উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের আমতলী এলাকায় ১৫৪ দাগে বন বিভাগের লোকজন বুধবার দুপুরে গাছের চারা রোপণ করতে গেলে গ্রামবাসীর সঙ্গে ধাওয়া, পাল্টাধাওয়া ও সংঘর্ষে বন প্রহরী ও গ্রামবাসীসহ প্রায় ৩০জন আহত হয়। সূত্রে জানা যায়, উপজেলার হবিরবাড়ি বিটের অন্তর্গত আমতলী এলাকায় ১৫৪ দাগে বন বিভাগের দাবিকৃত পারটেক্স গ্রুপের দখলে থাকা জমিতে চারা রোপণ শেষে একই দাগে পশ্চিম পাশের ভিটায় চারা রোপণ করতে গেলে গ্রামবাসীর সঙ্গে ধাওয়া, পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় বন বিভাগ ৪ রাউন্ড ফাঁকা গুলি বর্ষণ করে। তখন উত্তেজিত জনতা হবিরবাড়ি রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা মোজাম্মেল হোসেন ও বিট কর্মকর্তা আব্দুর রফিককে অবরুদ্ধ করে রাখে। উত্তেজিত জনতা চারা ও শ্রমিকদের নিয়ে যাওয়া তিনটি পিকআপ ভাংচুর করে। খবর পেয়ে ভালুকা মডেল থানার এসআই মনিরুজ্জামান পুলিশসহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাদেরকে উদ্ধার করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। সংঘর্ষে বন প্রহরী মনিরুজ্জামান (৪৮), ছানোয়ার (৫০), জীবন দেওয়ান (৪৫); চারা লাগানোর শ্রমিক সুমন (২০), শরীফ (১৮), মফিজুল (১৭), সিদ্দিক (৩০), জাহাঙ্গীর (১৮), রিপন (২০), সুমন-২ (৩০), গাড়িচালক সোহাগ (৩০) ও আকরাম (২৭)সহ এলাকার অন্তত ১৮ নারী-পুরুষ আহত হয়। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেসহ বিভিন্ন বেসরকারী হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। এ ঘটনায় বিট কর্মকর্তা বাদী হয়ে নুরুল হক ও আবু সাঈদকে প্রধান করে শতাধিক লোককে আসামি করে ভালুকা মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
×