ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

দিনের পর দিন জুয়ার আসর বসে যে গ্রামে

প্রকাশিত: ১১:৫১, ১ আগস্ট ২০১৯

দিনের পর দিন জুয়ার আসর বসে যে গ্রামে

স্টাফ রিপোর্টার, বগুড়া অফিস ॥ কাহালু উপজেলার একটি গ্রামে জুয়াড়ি চক্রের উৎপাতে গ্রামের লোকজন অতিষ্ঠ হয়ে পড়েছেন। দিনের বেলায় তাঁবু টাঙিয়ে তারা দিনের পর দিন ধরে প্রকাশ্যে জুয়ার আসর চালিয়ে আসছে। এতে তরুণরা বিপদগামীসহ গ্রামের সাধারণ লোকজন জুয়ার চক্রে পড়ে নিঃস্ব হচ্ছেন বলে এলাকাবাসী জানিয়েছেন। কাহালু উপজেলা সদর থেকে কয়েক কিলোমিটার দুরোর ইউনিয়ন কালাই। সেখানকার দামগাড়া গ্রামে বসে এই জুয়ার আসর। স্থানীয় সূত্র জানায় ওই ইউনিয়নের আশপাশের কয়েকটি এলাকা জুয়ার আসর প্রায় বসানোর জন্য পরিচিত। মাঝে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে দামগাড়া গ্রাম থকে জুয়ার আসর বন্ধ করা হলেও ৩/৪ মাস ধরে তাঁবু বসিয়ে চালানো হচ্ছে আবার জুয়ার আসার। শুধু কালাই ইউনিয়নের লোকজনই নয় আশপাশের গ্রামগুলো থেকেও জুয়াড়িরা এখানে আসছে। সকাল ১০/১১টা থেকে আসর বসিয়ে চলে বিকেল পর্যন্ত। প্রভাবশারীদের ছত্রছাড়ায় এই জুয়ার আসর বসার কারণে এলাকাবাসী এর বিরুদ্ধে মুখ খোলার সাহস পান না। এ বিষয়ে দামগাড়া ৮নং ওয়ার্ডের সদস্য মোঃ মোজাহার দিনের বেলা জুয়ার আসর চলার কথা স্বীকার করে জানান এতে এলাকাবাসী ক্ষতিগ্রস্ত হচ্ছে। গ্যাস বড়ি খেয়ে কিশোরের মৃত্যু নিজস্ব সংবাদদাদা, সান্তাহার, বগুড়া, ৩১ জুলাই ॥ আদমদীঘিতে পারিবারিক কলহের জের ধরে বিষাক্ত গ্যাস বড়ি খেয়ে নূর আলম পাপ্পু (১৮) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। জানা গেছে, উপজেলা সদরের তালসন গ্রামের দৌলত গাজীর ছেলে নূর আলম পাপ্পু পারিবারিক কলহের জের ধরে মঙ্গলবার সন্ধ্যায় গ্যাস বড়ি খায়। ফলে সে গুরুতর অসুস্থ হয়ে পড়ে। পরে সে চিৎকার শুরু করে। পরিবারের লোকজন জানতে পেরে পাপ্পুকে প্রথমে আদমদীঘি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে তার অবস্থার অবনতি হওয়ায় বগুড়ায় স্থানান্তর করে। বগুড়া মেডিক্যাল কলেজ হাসপাতালে (শজিমেক) চিকিৎসাধীন অবস্থায় ওইদিন রাত সাড়ে ১২টার দিকে তার মৃত্যু হয়।
×