ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

টুঙ্গিপাড়ায় বেহাল খাদ্যগুদাম

প্রকাশিত: ১১:৫০, ১ আগস্ট ২০১৯

টুঙ্গিপাড়ায় বেহাল খাদ্যগুদাম

নিজস্ব সংবাদদাতা, গোপালগঞ্জ, ৩১ জুলাই ॥ বেহাল দশা টুঙ্গিপাড়া উপজেলার খাদ্যগুদামের ভবনগুলো। দীর্ঘদিন সংস্কারের অভাবে ভবনগুলোর দেয়াল ও ছাদের বিভিন্ন স্থানে পলেস্তারা খসে পড়েছে। রড বেরিয়ে গেছে প্রায় প্রতিটি পিলারেই। কয়েকটি স্থানে ফাটলও দেখা দিয়েছে। সামান্য বৃষ্টিতেই পানি চুইয়ে ভেতরে প্রবেশ করে। ১নং গুদামটি পশ্চিমে খানিকটা হেলে পড়েছে। কর্মকর্তা ও শ্রমিকরাও সর্বক্ষণ রয়েছেন দুর্ঘটনার আতঙ্কে। সেখানে কর্মরত শ্রমিকরা জানিয়েছেন, সামান্য বৃষ্টিতেই ছাদ ও দেয়ালের ফাটল দিয়ে পানি চুইয়ে গুদামের ভেতরে প্রবেশ করে। পানিতে ভিজে গুদামের ধান-চালের ব্যাপক ক্ষতি হচ্ছে। মাঝেমধ্যেই গুদামের ভেতরের ছাদ থেকে পলেস্তারা খসে পড়ে। ফলে গুদামের ভেতরে যতক্ষণ তারা অবস্থান করেন, ততক্ষণ এক অজানা অনাকাক্সিক্ষত আতঙ্ক তাদের মধ্যে কাজ করে। তারা আরও জানান, টুঙ্গিপাড়ার ৪ গুদামেরই প্রায় একই অবস্থা। এর মধ্য দিয়েই তারা তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। তাই এসব গুদাম-ভবনগুলো দ্রুত মেরামত অথবা ভেঙ্গে নতুন ভবন করা হলে তারা আবারও প্রাণ ফিরে পাবে এবং নিরবচ্ছিন্ন ও নিশ্চিন্ত মনে কাজ করতে পারবে বলে তারা জানান। টুঙ্গিপাড়া উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অফিস সূত্রে জানা গেছে, ১৯৮০-৮১ সালে টুঙ্গিপাড়ায় ১ একর ১৮ শতাংশ জায়গায় উপর প্রতিটি ৫শ’ টন ধারণক্ষমতার ৪টি গুদাম ভবন নির্মাণ করা হয়। বাস্তবায়ন করে গৃহায়ণ ও গণপূর্ত অধিদফতর। কিন্তু ২০১২-১৩ অর্থবছরের পর এসব গুদামের আর কোন সংস্কার বা মেরামত কাজ হয়নি। ভবনগুলোর দুরাবস্থা ও শ্রমিকদের শঙ্কার বিষয়গুলো তুলে ধরে উপজেলা খাদ্য গুদামের কর্মকর্তা মোঃ মুরাদ আলী জানিয়েছেন, বিষয়গুলো একাধিকবার উর্ধতন কর্তৃপক্ষের কাছে জানানো হয়েছে; কিন্তু অদ্যাবধি কোন ব্যবস্থা হয়নি।
×