ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ডেঙ্গুর ভয়াবহতা নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ ॥ ড. কামাল

প্রকাশিত: ১১:৪৭, ১ আগস্ট ২০১৯

ডেঙ্গুর ভয়াবহতা নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ ॥ ড. কামাল

স্টাফ রিপোর্টার ॥ ডেঙ্গু মহামারী আকার ধারণে জনগণ অত্যন্ত উদ্বিগ্ন ও আতঙ্কগ্রস্ত বলে মন্তব্য করেছেন গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন। বুধবার দলের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ মন্ত্য করেন। সরকার ডেঙ্গুর ভয়াবহতা সঠিকভাবে অনুধাবন করতে পারেনি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে ব্যর্থ এমন অভিযোগ করে সাবেক এই আওয়ামী লীগ নেতা বলেন, সরকার স্বাস্থ্য মন্ত্রণালয়, ঢাকার দুই মেয়রসহ সংশ্লিষ্ট দফতরগুলোর অবহেলা অমার্জনীয়। স্বাস্থ্যমন্ত্রী ও ঢাকার দুই মেয়রের এ সময়ের ভূমিকা নিন্দনীয় উল্লেখ করে বিবৃতিতে কামাল হোসেন বলেন, সরকারের নির্লিপ্ততা ও উদাসীনতায় হাইকোর্ট ডেঙ্গুর বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ ও ওষুধ আমদানির নির্দেশনা দিচ্ছে। তা কারও কাম্য ছিল না। তিনি অবিলম্বে সরকারকে ডেঙ্গুর বিষয়ে জরুরীভাবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ ও জনগণকে এ বিষয়ে সচেতন হওয়ার আহ্বান জানান।
×