ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ডেঙ্গু মোকাবেলায় যুব ব্রিগেড গঠন করুন ॥ যুবলীগ কর্মীদের ফারুক

প্রকাশিত: ১১:৪৬, ১ আগস্ট ২০১৯

ডেঙ্গু মোকাবেলায় যুব ব্রিগেড গঠন করুন ॥ যুবলীগ কর্মীদের ফারুক

বিশেষ প্রতিনিধি ॥ সারাদেশে এলাকাভিত্তিক ‘যুব ব্রিগেড’ গঠন করে ডেঙ্গু মোকাবেলায় একযোগে কাজ করার জন্য যুবলীগের নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন সংগঠনটির চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী। তিনি বলেন, ছোট ছোট এলাকাভিত্তিক এই যুব বিগ্রেড জনগণের পাশে দাঁড়িয়ে ডেঙ্গু মোকাবেলায় সার্বক্ষণিক তৎপরতায় নিযুক্ত থাকবে। বুধবার এক বিবৃতিতে যুবলীগ চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী সারাদেশের যুবলীগের নেতাকর্মীদের উদ্দেশে সুনির্দিষ্ট পাঁচ দফা নির্দেশনাও দেন। তার মধ্যে রয়েছেÑ প্রতিটি যুবলীগ কর্মী তার এলাকায় যুবসমাজকে সম্পৃক্ত করবে, উদ্বুদ্ধ করবে এবং তাদের নিয়ে এলাকার ময়লা, আবর্জনা, ডোবা, খানাখন্দ ইত্যাদি পরিচ্ছন্নতা অভিযান চালাবে এবং এগুলোকে মশামুক্ত করবে। একইসঙ্গে প্রতিটি যুবলীগ কর্মী এলাকায় ক্ষুদ্র ক্ষুদ্র দল গঠনের মাধ্যমে মানুষের বাড়ি বাড়ি যাবে, বাড়িগুলো যেন মশামুক্ত থাকে এবং বাড়িগুলোতে যেন মশার প্রজনন না হয়, সেজন্য প্রধানমন্ত্রীর পক্ষ থেকে জনগণকে অনুরোধ করবে। নির্দেশনার মধ্যে আরও রয়েছে, অনেকে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। হাসপাতালগুলোতে ভর্তি হওয়ার ফলে তাদের অনেক রকমের সমস্যা হচ্ছে।
×