ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

সাম্যবাদী দলের আলোচনায় নাসিম

ডেঙ্গুর বিরুদ্ধে সব শক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়ুন

প্রকাশিত: ১১:৪৫, ১ আগস্ট ২০১৯

ডেঙ্গুর বিরুদ্ধে সব শক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়ুন

বিশেষ প্রতিনিধি ॥ আওয়ামী লীগ সভাপতিম-লীর সদস্য ও কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম বলেছেন, এডিস মশার উৎসগুলো ধ্বংস করতে সেনাবাহিনীসহ সকল বাহিনীকে কাজে লাগান। যে কোন মূল্যে মশা মারার কার্যকর ওষুধ ছিটাতে হবে। যুদ্ধকালীন অবস্থা বিবেচনায় নিয়ে ডেঙ্গু পরিস্থিতি মোকাবেলা করতে হবে। বুধবার জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে সাম্যবাদী দল আয়োজিত ডেঙ্গু প্রতিরোধ ও সামাজিক অবক্ষয় শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, সারাদেশে ডেঙ্গু জ্বর ছড়িয়ে পড়েছে। ডেঙ্গুর বিস্তারে শিক্ষার্থীদের অভিভাবকরা এখন উদ্বিগ্ন। স্কুলের ছেলে-মেয়েরা ভয় পাচ্ছে। পবিত্র ঈদ-উল-আজহাও কাছাকাছি চলে এসেছে। তাই শিক্ষা প্রতিষ্ঠানে ঈদের আগাম ছুটি দিয়ে দিতে তিনি শিক্ষামন্ত্রীর প্রতি আহ্বান জানান। সাবেক এই স্বাস্থ্যমন্ত্রী বলেন, ডেঙ্গুর কাছে পরাজিত হতে পারি না। তবে এখন দোষারোপ করার সময় নয়। ডেঙ্গু মোকাবেলায় সকলকে এগিয়ে আসতে হবে। দ্রুত সেন্ট্রাল কন্ট্রোল রুম গঠন করে মশার উৎসস্থল ধ্বংসের কার্যক্রম মনিটরিং করতে হবে। লোক দেখানো নয়, কার্যকর পদক্ষেপ নিন। তিনি প্রশ্ন রেখে বলেন, সিটি কর্পোরেশনের কর্মীরা যেহেতু ঠিকভাবে কাজ করে না, তাহলে তাদের কেন বেতন দেয়া হয়? মোহাম্মদ নাসিম বলেন, রাজধানীসহ সারাদেশে পরিষ্কার-পরিচ্ছন্ন অভিযান ইতোমধ্যে আওয়ামী লীগ শুরু করেছে। ডেঙ্গু প্রতিহত করতে ১৪ দলের সর্বস্তরের নেতাকর্মীদেরও মাঠে নামতে হবে। এখন আর মিছিল-মিটিং করার দরকার নেই। সারাদেশে প্রতিদিন সকাল ৭টা থেকে সন্ধ্যা পর্যন্ত পরিষ্কার-পরিচ্ছন্ন ও মশার উৎসস্থল ধ্বংসের অভিযানে নামতে আওয়ামী লীগের সহযোগী সংগঠনগুলোসহ ১৪ দলের নেতাকর্মীর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ডেঙ্গুর বিরুদ্ধে সব শক্তি নিয়ে সমন্বিতভাবে ঝাঁপিয়ে পড়ুন। ডেঙ্গু মোকাবেলায় মশার সঙ্গে যুদ্ধ করেও আমরা জয়লাভ করব। ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেন, ডেঙ্গুর বিষয়ে গত মার্চ মাসে দুই সিটি কর্পোরেশনকে সতর্ক করার পরও কোন পদক্ষেপ গ্রহণ করা হয়নি। আইসিডিডিআরবি এক বছর আগেই বলেছে, মশা মারার ওষুধ কার্যকর নয়।
×