ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

শেয়ারবাজারে সূচক ও লেনদেন বাড়ল

প্রকাশিত: ১১:৩৯, ১ আগস্ট ২০১৯

শেয়ারবাজারে সূচক ও লেনদেন বাড়ল

অর্থনৈতিক রিপোর্টার ॥ মঙ্গলবার দরপতন হলেও বুধবার উত্থানে শেষ হয়েছে শেয়ারবাজারের লেনদেন। এদিন উভয় শেয়ারবাজারের সব সূচক বেড়েছে। একইসঙ্গে বেড়েছে টাকার পরিমাণে লেনদেন। তবে এদিন লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর কমেছে। দিনটিতে বেশ কিছু ব্যাংকের আর্থিক প্রতিবেদনের প্রভাব দেখা গেছে। অর্থাৎ যেসব ব্যাংকের মুনাফা আগের তুলনায় বেড়েছে, সেইসব ব্যাংকের দর বেড়েছে। এর বিপরীতে বিমা খাতের কোম্পানিগুলোর দর আগের তুলনায় কমেছে। জানা গেছে, সকালে সূচকের নেতিবাচক প্রবণতা দিয়ে শুরু হলেও চলতি বছরের প্রথমার্ধের জন্য বাংলাদেশ ব্যাংক ঘোষিত মুদ্রানীতি ঘোষণার পর ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ১৩৯ পয়েন্টে। ডিএসইতে অপর দুই সূচকের মধ্যে শরিয়া সূচক ৪ ও ডিএসই-৩০ সূচক ১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১ হাজার ১৮১ ও ১ হাজার ৮২৮ পয়েন্টে। এদিন ডিএসইতে ৪৪৭ কোটি ৬০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের দিন ডিএসইতে লেনদেন হয়েছিল ৪২৯ কোটি ৬৯ লাখ টাকার। এ হিসাবে ডিএসইতে টাকার পরিমাণে লেনদেন ১৭ কোটি ৯১ লাখ টাকা বেড়েছে। ডিএসইতে লেনদেন হওয়া ৩৫৩টি কোম্পানির মধ্যে ১২০টি বা ৩৪ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। অন্যদিকে দাম কমেছে ১৯৭টি বা ৫৬ শতাংশ কোম্পানির এবং অপরিবর্তিত রয়েছে ৩৬টি বা ১০ শতাংশ কোম্পানির। টাকার অঙ্কে ডিএসইতে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে মুন্নু সিরামিকের শেয়ার। এদিন কোম্পানির ১৬ কোটি ১৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনে দ্বিতীয় স্থানে থাকা ফরচুন সুজের ১৫ কোটি ৮১ লাখ টাকার এবং ১৪ কোটি ৫৬ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে ইউনাইটেড পাওয়ার। লেনদেনে এরপর রয়েছে- বাংলাদেশে শিপিং কর্পোরেশন, সিনো বাংলা, স্কয়ার ফার্মা, ওয়াটা কেমিকেল, বিকন ফার্মা, সুহৃদ এবং এসকে ট্রিমস। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ৪৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৫ হাজার ৭২০ পয়েন্টে। এদিন সিএসইতে হাত বদল হওয়া ২৮১টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ৯৮টির, কমেছে ১৬৯টির এবং অপরিবর্তিত রয়েছে ১৪টির দর। সিএসইতে ১৭ কোটি ২৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
×