ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

মিসরে ছয় সপ্তাহের বেশি সময় অনশনে ১৩০ বন্দী

প্রকাশিত: ১১:৩৮, ১ আগস্ট ২০১৯

মিসরে ছয় সপ্তাহের বেশি সময় অনশনে ১৩০ বন্দী

মিসরের একটি কারাগারে ১৩০ বন্দী ছয় সপ্তাহেরও বেশি সময় ধরে অনশন পালন করে আসছেন। বন্দীদের অমানবিক পরিবেশে রাখা এবং পরিবারের সদস্যদের দেখা করার সুযোগ না দেয়ার প্রতিবাদে তারা এ অনশন পালন করছেন। বুধবার এ্যামনেস্টি ইন্টারন্যাশনাল একথা জানায়। খবর এএফপির। এ মানবাধিকার গ্রুপ জানায়, কঠোর নিরাপত্তাবেষ্টিত কায়রোর আল-আকরাব কারাগারে অনশন পালনরত বন্দীদের বেশিরভাগ দু’বছরের বেশি সময় আগে গ্রেফতার করা হয়। এসব বন্দীর সঙ্গে তাদের পরিবারের কোন সদস্যকে বা আইনজীবীদের দেখা করার সুযোগ দেয়া হচ্ছে না।
×