ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

হংকংয়ে ৪৪ জনের বিরুদ্ধে দাঙ্গা ও উস্কানির অভিযোগ

প্রকাশিত: ১১:৩৭, ১ আগস্ট ২০১৯

হংকংয়ে ৪৪ জনের বিরুদ্ধে দাঙ্গা ও উস্কানির অভিযোগ

হংকংয়ে চলমান বিক্ষোভে সংশ্লিষ্টতার দায়ে মঙ্গলবার বেজিং সমর্থিত কর্তৃপক্ষ অন্তত ৪৪ লোকের বিরুদ্ধে দাঙ্গা বাধানো ও উস্কানি প্রদানের অভিযোগ এনেছে। চলমান বিক্ষোভের মধ্যে মঙ্গলবারই প্রথমবারের মতো এদের আদালতে তোলা হয়। এই ঘটনার প্রতিবাদে শত শত সমর্থক আদালতের বাইরে বিক্ষোভ দেখায়। এ সময় তারা ‘বিদ্রোহের সময় এখনই’ ও ‘হংকংকে স্বাধীন কর’ বলে সেøাগান দেয়। খবর ওয়ালস্ট্রিট জার্নাল ও গার্ডিয়ান অনলাইনের। ১৯৯৭ সালে সাবেক ব্রিটিশ উপনিবেশ হংকং চীনের নিয়ন্ত্রণে আসার পর এই প্রথম বড় ধরনের রাজনৈতিক সঙ্কটের মুখে পড়েছে। এদের বিরুদ্ধে গত রবিবার পুলিশের সঙ্গে সহিংসতায় জড়ানোর অভিযোগ আনা হয়েছে। রবিবার পুলিশের সঙ্গে সহিংসতায় জড়ানোর অপরাধে ৩২ পুরুষ ও ১৭ নারীকে আটক করে পুলিশ। এদের বয়স ১৭ থেকে ৪১ বছরের মধ্যে।
×