ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

তিন তালাক ফৌজদারি অপরাধ, আইন ভঙ্গে ৩ বছর কারাদণ্ড

প্রকাশিত: ১১:৩৭, ১ আগস্ট ২০১৯

তিন তালাক ফৌজদারি অপরাধ, আইন ভঙ্গে ৩ বছর কারাদণ্ড

বিরোধীদের প্রবল প্রতিবাদ, বহু সাংসদের অনুপস্থিতি ও ওয়াকআউটের মধ্য দিয়ে মঙ্গলবার ভারতের পার্লামেন্ট মুসলমানদের ‘তিন তালাক’ প্রথাকে ফৌজদারি অপরাধ গণ্য করে একটি আইন অনুমোদন করেছে। এ আইন ভঙ্গ করলে তিন বছর পর্যন্ত কারাদ- হতে পারে। রাজ্যসভার এই ভোটাভুটিতে বিলের পক্ষে ৯৯ ও বিপক্ষে ৮৪ ভোট পড়ে। আইনটি পাসের পর ভারতের বারানসিসহ অন্যান্য জায়গায় মুসলিম সম্প্রদায়ের নারীরা আনন্দ উদ্যাপন ও মিষ্টি বিতরণ করে। খবর এনডিটিভি, দ্য হিন্দু ও পিটিআই অনলাইনের। বহুল আলোচিত এই বিল পাস হওয়ায় ভারতের কেন্দ্রে ক্ষমতাসীন দল বিজেপি ও দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দিনটিকে ঐতিহাসিক আখ্যা দিয়েছেন। এক টুইটার বার্তায় মোদি বলেন, অবশেষে মধ্যযুগীয় একটি প্রথাকে ইতিহাসের আঁস্তাকুড়ে ছুঁড়ে ফেলা হলো। তিল তালাকে ভুক্তভোগী সেই সব সাহসী নারীদের সালাম। ভারতবর্ষ আজ আনন্দিত।
×