ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

লন্ডনের আদালতে সন্তানদের অভিভাবকত্ব দাবি প্রিন্সেস হায়ার

প্রকাশিত: ১১:৩৬, ১ আগস্ট ২০১৯

লন্ডনের আদালতে সন্তানদের অভিভাবকত্ব দাবি প্রিন্সেস হায়ার

দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম তার স্ত্রী প্রিন্সেস হায়া বিনতে আল হুসাইনের বিরুদ্ধে লন্ডনের আদালতে আইনী লড়াই শুরু করেছেন। সন্তানদের অভিভাবকত্ব নিয়ে এ আইনী লড়াই শুরু হয়েছে। হায়া সন্তানদের নিয়ে পালিয়ে লন্ডনে আশ্রয় নিয়েছেন। রাজকুমারী হায়া (৪৫) মঙ্গলবার লন্ডনের আদালতে তার সন্তানদের অভিভাবকত্ব দাবি করেছেন। একই সঙ্গে নিজের নিরাপত্তাও দাবি করেছেন তিনি। বুধবারও শুনানি হওয়ার কথা রয়েছে। যুক্তরাজ্যের আইন অনুযায়ী, জোরপূর্বক বৈবাহিক সম্পর্কে আবদ্ধ থাকা ব্যক্তি আদালতে তার নিরাপত্তা দাবি করতে পারেন। এরপর পারিবারিক নির্যাতনের শিকার হলে সেই ব্যক্তি আবারও নিজের নিরাপত্তার জন্য দাবি জানাতে পারবেন। শেখ মোহাম্মদ আল মাকতুমের ষষ্ঠ স্ত্রী রাজকুমারী হায়া সম্প্রতি দেশ ছেড়ে পালিয়ে গেছেন। জর্দানের বাদশাহ আবদুল্লাহর সৎ বোন রাজকুমারী হায়া জার্মানি হয়ে গেছেন যুক্তরাজ্যের লন্ডনে। সেখানেই তিনি আত্মগোপনে আছেন। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, জীবন বাঁচাতেই রাজকুমারী হায়া দেশ ছেড়েছেন। রাজকুমারী হায়া দেশ ছেড়ে পালিয়ে যাওয়ায় ক্ষুব্ধ শেখ মাকতুম তাকে ‘প্রতারক’ ও ‘বিশ্বাসঘাতক’ নারী হিসেবে অভিহিত করেন। হায়া যুক্তরাজ্যের অক্সফোর্ড ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছেন। ২০০৪ সালে মাকতুমের সঙ্গে তার বিয়ে হয়। তাদের দুটি সন্তানও রয়েছে। হায়া মাকতুমের ষষ্ঠ ও সর্বকনিষ্ঠ স্ত্রী। -বিবিসি
×