ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ভাসমান রেস্তরাঁ

প্রকাশিত: ১১:০৫, ১ আগস্ট ২০১৯

ভাসমান রেস্তরাঁ

চীনের ইয়াংসি নদীতে একটি ভাসমান পাঁচতলা ভবনের ভিডিও টুইটারে আপলোড হয়েছে। সেটি এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। ১১ সেকেন্ডের ভিডিওটিতে দেখা যাচ্ছে, নদীর মাঝামাঝি এলাকায় ভবনটি অনায়াসে ভেসে যাচ্ছে। দেখে মনে হবে, বন্যার পানি কোন ভবনকে ভাসিয়ে নিয়ে যাচ্ছে। একটু খেয়াল করলেই দেখা যাবে, ভবনটির একদিকে একটি বাড়তি অংশ রয়েছে। তার পেছনের পানির দিকে তাকালে বোঝা যাবে কোন ইঞ্জিন বাড়িটিতে এগিয়ে নিয়ে যাচ্ছে। তবে অবাক হওয়ার কিছু নেই, এটি আসলে একটি ভাসমান রেস্তরাঁ। যেটি ইয়াংসি নদীতে ভেসে যাচ্ছে। এই ভিডিওটি ২০১৮ করা হয়। সম্প্রতি সেটি আবার পোস্ট করার পরই ভাইরাল হয়ে যায়। পোস্টে লেখা হয়েছে, নীতিগত পরিবর্তনের কারণে রেস্তরাঁর কর্তৃপক্ষ সেটিকে স্থানান্তরিত করছে। ভিডিওটি ২০১৮ সালের নবেম্বরে সিজিটিএনে শেয়ার করা হয়। তখনই জানা যায় ইম্প্রেশন জিয়াংজিন নামের এই রেস্তরাঁটি নদীতে দূষণ ছড়ানোর দায়ে সরিয়ে নেয়া হয়। -ইন্ডিয়া টুডে
×