ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

সুশাসনের জন্য রাজনৈতিক চুক্তি দরকার ॥ ইনু

প্রকাশিত: ১১:০০, ১ আগস্ট ২০১৯

সুশাসনের জন্য রাজনৈতিক চুক্তি দরকার ॥ ইনু

স্টাফ রিপোর্টার ॥ জাসদ সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, দেশে এখন শেয়ার বাজার লুটেরা, ব্যাংক লুটেরা, দলবাজ, দুর্নীতিবাজ, অসৎ রাজনৈতিক নেতা-কর্মী ও সরকারী অফিসারসহ অপরাধীরা নিজেদের ধরাছোঁয়ার বাইরে ভাবছেন। তিনি বলেন, অতীতে যুদ্ধাপরাধী, বঙ্গবন্ধুর খুনী, জঙ্গীরাও ভেবেছিল কেউই তাদের স্পর্শ করতে পারবে না। কিন্তু তাদের দম্ভ চূর্ণ হয়েছে, কেউই রেহাই পায়নি। যারা ভাবছেন রাষ্ট্র-সরকার-রাজনৈতিক নেতৃত্ব তাদের কাছে জিম্মি হয়ে পড়েছে-তাদের জন্য যুদ্ধাপরাধী, বঙ্গবন্ধুর খুনী, জঙ্গীদের মতোই করুণ পরিণতি অপেক্ষা করছে। ২০০৯-২০১৮ সাল ছিল রাজনৈতিক শান্তি ও স্থিতিশীলতা অর্জন এবং উৎপাদন-উন্নয়নের যুদ্ধপর্ব এ কথা উল্লেখ করে সাবেক এই তথ্যমন্ত্রী বলেন, ২০১৯ সালে রাজনীতির নতুন পর্ব শুরু হয়েছে, সুশাসনের জন্য যুদ্ধপর্ব। তিনি বলেন, লুটেরা, দুর্নীতিবাজ, মাস্তান, গুণ্ডাদের সিন্ডিকেটের ঘাঁটি খুঁটি ধ্বংস করে দিতে হবে। যারা আইন-কানুন-রাষ্ট্র-সরকার কোন কিছুরই তোয়াক্কা করছে নাÑএমন বেপরোয়াদের শায়েস্তা করতেই সুশাসনের জন্য রাজনৈতিক চুক্তি দরকার। ডেঙ্গু প্রতিরোধে, মানুষ বাঁচাতে সবাই এক সঙ্গে মাঠে নামা এবং এডিস মশার বংশবিস্তার রোধ ও ডেঙ্গুর প্রকোপ মোকাবেলায় সমন্বিত কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে সরকারের প্রতি দাবি জানিয়ে তিনি বলেন, রাষ্ট্র-প্রশাসনের স্তরে স্তরে জবাবদিহিতা-দায়িত্বহীনতা-দুর্নীতির কারণে মানুষের দুঃখ-কষ্ট-দুর্ভোগ বৃদ্ধি পাচ্ছে। রাষ্ট্র-প্রশাসনের সকল স্তরে আইনের শাসন-সুশাসন প্রতিষ্ঠার জন্য সোচ্চার হতে সকল দেশপ্রেমিক রাজনৈতিক কর্মী ও জনগণের প্রতি আহ্বান জানান।
×