ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

জয়পুরহাট ও চট্টগ্রামে বিষাক্ত গ্যাসে ৯ শ্রমিকের মৃত্যু

প্রকাশিত: ১০:৫৮, ১ আগস্ট ২০১৯

জয়পুরহাট ও চট্টগ্রামে বিষাক্ত গ্যাসে ৯ শ্রমিকের মৃত্যু

জনকণ্ঠ ডেস্ক ॥ সেপটিক ট্যাঙ্ক ও শিপইয়ার্ডের বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে বুধবার ৯ শ্রমিকের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ৬ জন মারা গেছে জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলায় এবং ৩ জন মারা যায় চট্টগ্রামের সীতাকু-ে পুরনো জাহাজের তেল সংগ্রহ করার সময়। খবর নিজস্ব সংবাদদাতার। জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলায় নির্মাণাধীন পায়খানার অসমাপ্ত কাজ সম্পন্ন করার জন্য সেপটিক ট্যাঙ্কে নামলে বিষক্রিয়ায় ৬ জনের মৃত্যু হয়। এ সময় অপর একজন গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে নওগাঁ জেলা হাসপাতালে ভর্তি করা হয়। জানা গেছে, উপজেলার সোনামুখি ইউনিয়নের জাফরপুর হিন্দুপাড়া গ্রামের নিখিল চন্দ্র কর্মকারের বাড়ির নির্মাণাধীন পায়খানার সেপটিক ট্যাঙ্ক ব্যবহার উপযোগী করার জন্য শাহীন আকন্দ (৪২) নামে এক মিস্ত্রি ট্যাঙ্কে নামলে কিছুপর তার সাড়া না পাওয়ায় পরপর আরও ৬জন ট্যাঙ্কে নামে। তাদের কোন সাড়া না পাওয়ায় হৈচৈ শুরু হয়ে যায়। পরে ফায়ার ব্রিগেডকে খবর দিলে তারা এসে ওই ট্যাঙ্ক থেকে ৬ জনের মৃতদেহ উদ্ধার করে। অপর একজনকে গুরুতর অসুস্থ অবস্থায় নওগাঁ জেলা হাসপাতালে পাঠায়। নিহতদের দেখে তাদের স্বজন ও এলাকাবাসী আহাজারি শুরু করে। নিহতরা হলেন আক্কেলপুর উপজেলার সোনামুখি ইউনিয়নের গনিপুর গ্রামের শাহীন আকন্দ, বগুড়া জেলার দুপচাঁচিয়া উপজেলার খলসাসর গ্রামের মুকুল মিস্ত্রি (৪১), গনিপুর গ্রামের শিহাব আকন্দ (২০), একই গ্রামের সজল (১৯), জাফরপুর গ্রামের ভুট্টো(৪৪), একই গ্রামের প্রীতম (১৮)। উল্লেখ্য, মৃতদের মধ্যে বাড়ির মালিক নিখিল চন্দ্র ম-লের পুত্র প্রীতম ও কাকাত ভাই ভুট্টো রয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে। সীতাকু- (চট্টগ্রাম) ॥ স্থানীয় শিপ ব্রেকিং ইয়ার্ডে গ্যাসে আক্রান্ত হয়ে ৩ শ্রমিকের মৃত্যু ঘটেছে। বুধবার দুপুরে উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের চৌধুরীঘাটায় শিপ ব্রেকিং ইয়ার্ডে এ দুর্ঘটনা ঘটে। মৃতরা হলেন পিরোজপুর জেলার ভা-ারিয়া থানার গফ্ফর মাদবরের পুত্র তেল শ্রমিক মোহাম্মদ রাসেল(২৮),একই জেলার একই থানার মৃত আমজাদ আলীর পুত্র মোঃ নান্টু(২৫) ও কুড়িগ্রাম জেলার ফুলবাড়িয়া থানার আবু তালেবের পুত্র মোঃ ছবিদুল (২৪। তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে চমেক পুলিশ ফাঁড়ির এসআই জহিরুল ইসলাম বলেন, বিকেল সাড়ে ৩টার দিকে পুরাতন জাহাজে গ্যাসে আক্রান্ত তিন শ্রমিককে আনা হলে কর্তব্যরত ডাক্তার তাদের মৃত ঘোষণা করেন।
×