ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

চৌদ্দ কোম্পানির দুধ বিক্রিতে বাধা নেই

প্রকাশিত: ১০:৫৮, ১ আগস্ট ২০১৯

চৌদ্দ কোম্পানির দুধ বিক্রিতে বাধা নেই

বিশেষ প্রতিনিধি ॥ বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) লাইসেন্সপ্রাপ্ত চৌদ্দ পাস্তুরিত দুধ কোম্পানির তরল দুধ উৎপাদন ও বিক্রিতে আর কোন বাধা নেই। এসব কোম্পানির দুধ উৎপাদন, সরবরাহ, সংগ্রহ ও বিপণনে হাইকোর্টের পাঁচ সপ্তাহের নিষেধাজ্ঞার আদেশ স্থগিত করে দিয়েছে চেম্বার জজ আদালত। ফলে বাজারে এসব দুধ বিক্রিতে আপাতত আর বাধা থাকল না। এদিকে, সরকারের তরফ থেকেও সাত কোম্পানির উৎপাদিত পাস্তুরিত দুধ আন্তর্জাতিক মান পরীক্ষাগারে পরীক্ষায় কোন ক্ষতিকারক বস্তু পাওয়া যায়নি। ফলে এসব কোম্পানির দুধ খেতে আর কোন ঝুঁকি নেই। কৃষি মন্ত্রণালয়ের নির্দেশে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল ভারতের চেন্নাইতে এসজিএস পরীক্ষাগারে সাত কোম্পানির দুধ পরীক্ষা করা হয়। এসব পরীক্ষায় সাত কোম্পানির দুধে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর কোন ভারি ধাতু বা এ্যান্টিবায়োটিকের উপস্থিতি পাওয়া যায়নি। পাশাপাশি অপাস্তুরিত একটি দুধের নমুনা পরীক্ষায়ও কোন প্রকার ক্ষতিকারক পদার্থের উপস্থিতি পাওয়া যায়নি। কোম্পানিগুলো হলো- মিল্কভিটা, আড়ং, ফার্মফ্রেশ, ইগলু, আরডি, সাভার ডেইরি ও প্রাণ। এদিকে কোম্পানিগুলোর পক্ষে হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে করা আপীল আবেদনের শুনানি নিয়ে বুধবার আপীল বিভাগের বিচারপতি মোঃ নূরুজ্জামানের চেম্বার জজ আদালতে শুনানি হয়। শুনানি শেষে চেম্বার জজ আদালত হাইকোর্টের আদেশ পাঁচ সপ্তাহের জন্য স্থগিত করে। ফলে বিএসটিআইয়ের লাইসেন্সপ্রাপ্ত ১৪ কোম্পানির দুধ উৎপাদন ও তৈরিতে আর কোন বাধা রইল না। লাইসেন্সপ্রাপ্ত এই ১৪ পাস্তুরিত দুধ কোম্পানির পক্ষে চেম্বার আদালতে শুনানি করেন এ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। এর আগে ৩০ জুলাই মিল্কভিটার পর প্রাণ ডেইরি ও আকিজ ফুড এ্যান্ড বেভারেজ লিমিটেডের পাস্তুরিত দুধ উৎপাদন ও বিক্রির নিষেধাজ্ঞাও স্থগিত করে সুপ্রীমকোর্টের চেম্বার আদালত। ২৯ জুলাই মিল্ক ভিটার ক্ষেত্রেও হাইকোর্টের নিষেধাজ্ঞা চেম্বার আদালতে আট সপ্তাহের জন্য স্থগিত করে দেয়।
×