ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

রোহিঙ্গা সঙ্কট সমাধানে মধ্যস্থতা করতে চায় জাপান

প্রকাশিত: ১৩:৩৩, ৩১ জুলাই ২০১৯

রোহিঙ্গা সঙ্কট সমাধানে মধ্যস্থতা করতে চায় জাপান

স্টাফ রিপোর্টার ॥ রোহিঙ্গা সঙ্কট সমাধানে ঢাকা-নেপিডোর মধ্যে জাপান মধ্যস্থতা করতে চায় বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন। মঙ্গলবার জাপানের পররাষ্ট্রমন্ত্রী তারো কোনোর সঙ্গে বৈঠক শেষে তিনি এ তথ্য জানান। সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন মেঘনায় বাংলাদেশ-জাপান পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক অনুষ্ঠিত হয়। জাপানের পররাষ্ট্রমন্ত্রী তারো কোনোর ঢাকা সফরের দ্বিতীয় দিনে পররাষ্ট্রমন্ত্রী আবদুল মোমেনের সঙ্গে বৈঠকে বসেন। বৈঠক শেষে পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন বলেন, রোহিঙ্গা সঙ্কট সমাধানে ঢাকা-নেপিডোর মধ্যে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছে জাপান। টোকিওতে বাংলাদেশ-মিয়ানমারকে নিয়ে এ বিষয়ে আলোচনা করতে চায়। তবে বাংলাদেশ তাদের এ প্রস্তাব বিবেচনা করবে বলে জানান তিনি। সোমবার রাতে জাপানের পররাষ্ট্রমন্ত্রী ঢাকা সফরে আসেন। তিনি মঙ্গলবার কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পও পরিদর্শন করেন। এর আগে গত বছর ৭-৮ আগস্ট জাপানের পররাষ্ট্রমন্ত্রী ঢাকায় এসেছিলেন। সে সফরের এক বছরের মাথায় আবারও ঢাকায় এসেছেন জাপানের পররাষ্ট্রমন্ত্রী। জাপানের পররাষ্ট্রমন্ত্রী বুধবার মিয়ানমারের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন। রোহিঙ্গা শিবিরে জাপানের পররাষ্ট্রমন্ত্রী ॥ স্টাফ রিপোর্টার কক্সবাজার থেকে জানান, উখিয়ার রোহিঙ্গা শিবির পরিদর্শন করেছেন জাপানের পররাষ্ট্রমন্ত্রী তারো কোনো। মঙ্গলবার দুপুরে তিনি উখিয়ার কুতুপালং রোহিঙ্গা শিবির পরিদর্শনে যান। এর আগে বেলা ১১টায় একটি বিশেষ ফ্লাইটে কক্সবাজার বিমানবন্দরে পৌঁছেন জাপানের পররাষ্ট্রমন্ত্রী । কক্সবাজার বিমান বন্দর থেকে সরাসরি রোহিঙ্গা ক্যাম্পে রওনা দেন তিনি। আশ্রয় শিবিরে পৌঁছে উখিয়ার কুতুপালং ক্যাম্প নং-৪ এর বিভিন্ন ব্লক পরিদর্শন করেন। সেখানে রোহিঙ্গাদের সঙ্গে কথা বলেন জাপানের পররাষ্ট্রমন্ত্রী তারো কোনো। এসময় শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কর্মকর্তা মোঃ আবুল কালাম, ইউএনএইচসিআরের কর্মকর্তাসহ সরকারী শীর্ষ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। রোহিঙ্গা শিবির পরিদর্শন শেষে বিকেলে ঢাকার উদ্দেশে রওনা দেন তিনি। বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন ॥ এদিকে বিডিনিউজ জানায়, ঢাকায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশ সফররত জাপানের পররাষ্ট্রমন্ত্রী তারো কোনো। মঙ্গলবার বিকেল সাড়ে ৫টায় রাজধানীর ধানম-ি ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে তিনি এ শ্রদ্ধা নিবেদন করেন। জাপানের পররাষ্ট্রমন্ত্রী তারো কোনো প্রথমেই জাতির পিতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। পরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর ঘুরে দেখেন এবং জাদুঘরে রক্ষিত পরিদর্শন বইতে স্বাক্ষর করেন। এসময় জাপানের পররাষ্ট্রমন্ত্রী তারো কোনোর সঙ্গে ১৩ সদস্যের সফরসঙ্গী, বাংলাদেশে অবস্থিত জাপানের রাষ্ট্রদূত হিরোইয়াসু ইজুমি ও দূতাবাসের উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেনের আমন্ত্রণে জাপানের পররাষ্ট্রমন্ত্রী তিনদিনের রাষ্ট্রীয় সফরে ঢাকায় এসেছেন।
×