ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সুলতানা কামালের স্বামী সুপ্রিয় আর নেই

প্রকাশিত: ১৩:১৭, ৩১ জুলাই ২০১৯

সুলতানা কামালের স্বামী সুপ্রিয় আর নেই

স্টাফ রিপোর্টার ॥ সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও মানবাধিকার কর্মী সুলতানা কামালের স্বামী আয়কর আইনজীবী ও সাংস্কৃতিক আন্দোলন কর্মী সুপ্রিয় চক্রবর্তী মারা গেছেন। সোমবার রাতে রাজধানীর বারডেম হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি স্ত্রী সুলতানা কামাল, এক মেয়ে দিয়া সুদেষ্ণা চক্রবর্তীসহ বহু আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। এদিকে, সুপ্রিয় চক্রবর্তীর মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহেনা শোক প্রকাশ করেছেন। যুক্তরাজ্য থেকে টেলিফোনে সমবেদনা জানিয়েছেন বলেও জানা গেছে। স্বজনদের সূত্রে জানা গেছে, তিনি নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন। কয়েকদিন আগে তার শরীরের অবস্থা আরও খারাপ হলে বারডেম হাসপাতালে ভর্তি করানো হয়। শেষ দিকে তার নিউমোনিয়া বেড়ে যায় এবং শ্বাসকষ্টে ভুগতে থাকেন। পরে সোমবার রাতে স্ট্রোকের কারণে তিনি মারা গেছেন। সুপ্রিয় চক্রবর্তী ১৯৪৪ সালের ২৫ ডিসেম্বর জন্মগ্রহণ করেন। প্রথমে শিক্ষকতা পেশায় যুক্ত হলেও ১৯৭৩ সালের ১৯ ফেব্রুয়ারি তিনি আইন পেশায় যুক্ত হন। তিনি সিলেট কর আইনজীবী সমিতির সাবেক সভাপতি ছিলেন। সুপ্রিয় সিলেট সম্মিলিত নাট্য পরিষদের সভাপতি ছিলেন, রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ, সিলেটের সহ-সভাপতির দায়িত্বেও ছিলেন তিনি। এছাড়া সিলেট ক্রিকেট ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান ছিলেন তিনি। আইন পেশার পাশাপাশি বেসরকারী বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতাও করতেন।
×