ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

মগার জোড়া গোলে জিতেও শঙ্কায় ব্রাদার্স!

প্রকাশিত: ১৩:০৯, ৩১ জুলাই ২০১৯

মগার জোড়া গোলে জিতেও শঙ্কায় ব্রাদার্স!

স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশ প্রিমিয়ার লীগ ফুটবলে এবার অবনমিত হবে দুটি দল। টিম বিজেএমসি প্রথম দল হিসেবে সে পথে হেঁটেছে সবার আগেই। এখন তাদের পদাঙ্ক কে অনুসরণ করবে, তা নিয়ে লড়াই চলছে ব্রাদার্স ইউনিয়ন লিমিটেড, রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি এবং নোফেল স্পোর্টিং ক্লাব ... এই তিন ক্লাবের মধ্যে। প্রত্যেকেরই আর বাকি আছে একটি করে ম্যাচ। মঙ্গলবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত রাতের খেলায় বিজেএমসিকে ২-০ গোলে হারিয়ে এদের মধ্যে কিছুটা সুবিধাজনক-স্বস্তিদায়ক অবস্থানে আছে ব্রাদার্স। জোড়া গোল করে ব্রাদার্সকে জেতান মগা। না, স্বভাবে নয়, তার নামই হচ্ছে মগা। পুরো নাম জেমস মগা। সুদানি এই কৃষ্ণাঙ্গ ফরোয়ার্ড খেলার ৫২ এবং ৮৯ মিনিটে গোলদুটি করেন। গত ১৩ এপ্রিল লীগের প্রথম লেগে অবশ্য গোপীবাগের দল ব্রাদার্স গোলশূন্য ড্র করেছিল বিজেএমসির সঙ্গে। নিজেদের ২৩তম ম্যাচে এটা দু’বারের লীগ শিরোপাধারী এবং ‘দ্য অরেঞ্জ ব্রিগেড’ খ্যাত ব্রাদার্সের পঞ্চম জয়। আগের ৬ ড্রয়ে তাদের মোট পয়েন্ট ২১। একধাপ উন্নতির পর পয়েন্ট টেবিলে তাদের অবস্থান এখন দশম। ১৯৭৭ সালের লীগ রানার্সআপ রহমতগঞ্জেরও সমান ম্যাচে সমান পয়েন্ট। কিন্তু গোলগড়ে শ্রেয়তর অবস্থানের কারণে তাদের ওপরে আছে ব্রাদার্স (ব্রাদার্সের গোলগড় -১৮, রহমতগঞ্জের -১৯)। মঙ্গলবারের ম্যাচে মূল্যবান তিন পয়েন্ট পেলেও এখনও অবনমনের শঙ্কায় আছে তারা! পক্ষান্তরে সমান ম্যাচে এটা ষোড়শ হার পাঁচবারের লীগ চ্যাম্পিয়ন এবং ‘সোনালি আঁশের দল’ খ্যাত বিজেএমসির। আগের ২ জয় ও ৫ ড্রতে মাত্র ১১ পয়েন্ট তাদের। পয়েন্ট টেবিলে আছে একেবারেই তলানিতে (১৩ দলের মধ্যে ত্রয়োদশ)। অনেক আগেই অবনমন নিশ্চিত হয়ে গেছে তাদের। রেলিগেশনের দৌড়ে আছে ২৩ ম্যাচে ১৯ পয়েন্ট পাওয়া নোফেল স্পোর্টিং-ও। তারা আছে দ্বাদশ স্থানে। এখন দেখার বিষয়, ব্রাদার্স-রহমতগঞ্জ-নোফেল ... এই তিন ক্লাবের মধ্যে কোনটি অবনমন এড়াতে পারে।
×