ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

হাসান রুহানির সতর্কতা

প্রকাশিত: ১২:১২, ৩১ জুলাই ২০১৯

হাসান রুহানির সতর্কতা

সম্প্রতি জিব্রাল্টারে ব্রিটিশ মেরিন সেনারা ইরানী সুপার ট্যাঙ্কার গ্রেস ওয়ানকে আটক করে। যা নিয়ে লন্ডন-তেহরানের মধ্যে উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে। যুক্তরাজ্যের সন্দেহ ছিল, গ্রেস ওয়ান সিরিয়ার বানিয়াস শোধনাগারে জ্বালানি নিয়ে যাচ্ছিল। বানিয়াস শোধনাগারের ওপর ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নিষেধাজ্ঞা আছে। রোববার ইরানের রাজধানী তেহরানে ওমানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এক বৈঠকে রুহানি এ কথা বলেন। হরমুজ প্রণালীর নিরাপত্তা বিধানে বিদেশী সেনা কোন কাজে আসবে না বলেই মনে করেন তিনি। পারস্য উপসাগরে বিদেশী বাহিনীর উপস্থিতি ওই অঞ্চলে উত্তেজনা বৃদ্ধির মূল কারণ হবে বলে সতর্ক করেছেন ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি। তেহরানের ব্যাখ্যা ছিল, ব্রিটিশ নৌযানটি পারস্য উপসাগরে একটি মাছ ধরার নৌকার সঙ্গে দুর্ঘটনা ঘটিয়েছে। লন্ডন তাদের ট্যাঙ্কার জব্দের ঘটনাকে ‘রাষ্ট্রীয় দস্যুপনা’ আখ্যা দিয়ে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল নিরাপদ করতে ইউরোপীয় রাষ্ট্রগুলোর নেতৃত্বে পাহারার ব্যবস্থা চালুর প্রস্তাব দিয়েছিল। ফ্রান্স, ইতালি ও ডেনমার্ক এ প্রস্তাবে প্রাথমিকভাবে সমর্থন দিয়েছে। সূত্র : ইন্টারনেট
×