ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ডেঙ্গু নির্মূল অভিযান

প্রকাশিত: ১২:০৫, ৩১ জুলাই ২০১৯

ডেঙ্গু নির্মূল অভিযান

বিমান বাহিনী এলাকায় ডেঙ্গু নির্মূল অভিযান শুরু হয়েছে। বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত মঙ্গলবার ঘাঁটি বাশারে ডেঙ্গু নির্মূল অভিযানের উদ্বোধন করেন। ডেঙ্গু রোগ যাতে আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেতে না পারে সে লক্ষ্যে বিমান বাহিনীর সামরিক ও অসামরিক সদস্য এবং তাদের পরিবারবর্গের প্রয়োজনীয় প্রতিরোধমূলক সচেতনতা বৃদ্ধিসহ বিমান বাহিনী ও তার আশপাশের এলাকায় ডেঙ্গু প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে এ অভিযান পরিচালনা করা হচ্ছে। সারাদেশে ডেঙ্গু নির্মূল করার লক্ষ্যে একযোগে এডিস মশার প্রজননস্থল শনাক্তকরণ ও ধ্বংসকরণের কার্যক্রমের সঙ্গে সমন্বয় রেখে বিমান বাহিনীতে নির্মূল অভিযান কার্যক্রমের আয়োজন করা হয়। -আইএসপিআর
×