ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ডেঙ্গু প্রতিরোধে কোন গাফিলতি নয় ॥ ইনু

প্রকাশিত: ১২:০৫, ৩১ জুলাই ২০১৯

ডেঙ্গু প্রতিরোধে কোন গাফিলতি নয় ॥ ইনু

স্টাফ রিপোর্টার ॥ জাসদ সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এমপি, এডিস মশার বিস্তার, ডেঙ্গুর প্রকোপ, অসংখ্য মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হওয়া, ডেঙ্গুতে বেশ কয়েকজনের মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। ডেঙ্গু আক্রান্তদের সুচিকিৎসা নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ডেঙ্গু প্রতিরোধে আর কোন গাফিলতি, অজুহাত, একে অপরকে দোষারোপ শুনতে চাই না। জাসদ ঢাকা মহানগর পূর্বের সভাপতি শহীদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন দলের স্থায়ী কমিটির সদস্য নুরুল আখতার, সহ-সভাপতি সফি উদ্দিন মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান চুন্নু, সাংগঠনিক সম্পাদক মীর্জা মোঃ আনোয়ারুল হক, এ কে এম শাহ আলম প্রমুখ। ডেঙ্গু সচেতনতা বাড়াতে সপ্তাহব্যাপী কর্মসূচী গ্রহণ স্টাফ রিপোর্টার ॥ ডেঙ্গু সচেতনতা বাড়াতে সপ্তাহব্যাপী কর্মসূচী গ্রহণ করেছে ঢাকা মহানগর উত্তর বিএনপি। মঙ্গলবার নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে এক যৌথ সভায় এ কর্মসূচী গ্রহণ করা হয় বলে ঢাকা মহানগর উত্তর বিএনপির এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়। এ কর্মসূচীর অংশ হিসেবে বুধবার থেকে লিফলেট বিতরণসহ বিভিন্নভাবে রাজধানীবাসীকে ডেঙ্গু রোগ সম্পর্কে সচেতন করবেন ঢাকা মহানগর উত্তর বিএনপির নেতাকর্মীরা।
×