ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

‘অসমাপ্ত আত্মজীবনী’ দিয়ে শুরু হলো বিডিইউর শিক্ষা কার্যক্রম

প্রকাশিত: ১২:০৫, ৩১ জুলাই ২০১৯

‘অসমাপ্ত আত্মজীবনী’ দিয়ে শুরু হলো বিডিইউর শিক্ষা কার্যক্রম

স্টাফ রিপোর্টার ॥ শিক্ষার্থীদের হাতে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী বই তুলে দিয়ে শিক্ষা কার্যক্রম শুরু করল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি বাংলাদেশ (বিডিইউ)। বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী দিয়েই নিজেদের পাঠ শুরু করল দেশের প্রথম বিশেষায়িত এ ডিজিটাল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা। গাজীপুরের কালিয়াকৈরে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনে ক্লাস শুরুর পূর্বে শিক্ষার্থীদের হাতে জাতির পিতার ‘অসমাপ্ত আত্মজীবনী’ ‘কারাগারের রোজনামচা’ এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনীর ওপর অধ্যাপক ড. হারুন-অর-রশিদের লেখা ‘বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী পুনর্পাঠ’ এই তিনটি বই তুলে দেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মুনাজ আহমেদ নূর।
×