ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

যুদ্ধাপরাধী বিচার

কায়সারের আপীল শুনানি আজ

প্রকাশিত: ১২:০৪, ৩১ জুলাই ২০১৯

কায়সারের আপীল শুনানি আজ

স্টাফ রিপোর্টার ॥ একাত্তরে মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মৃত্যুদ-প্রাপ্ত জাতীয় পার্টির সাবেক মন্ত্রী সৈয়দ মোহাম্মদ কায়সারের খালাস চেয়ে করা আপীল আবেদনের শুনানি আজ বুধবার পর্যন্ত মুলতবী করা হয়েছে। কায়সারের আবেদনের ওপর প্রথমদিনের শুনানি শেষে মঙ্গলবার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপীল বেঞ্চ মামলাটির শুনানি মুলতবীর আদেশ দেন। আদালতে কায়সারের পক্ষে শুনানি করেন আইনজীবী মোঃ শাহজাহান। আর রাষ্ট্রপক্ষে শুনানি করেন এ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। ২০১৫ সালের ১৯ জানুয়ারি সুপ্রীমকোর্টের আপীল বিভাগের সংশ্লিষ্ট শাখায় এই আপীল করা হয়। সৈয়দ কায়সারের পক্ষে এ্যাডভোকেট অন রেকর্ড জয়নুল আবেদীন তুহিন আপীলটি করেন। আপীলে খালাসের আরজিতে ৫৬টি যুক্তি তুলে ধরা হয়েছে। ৫০ পৃষ্ঠার মূল আপীলের সঙ্গে প্রয়োজনীয় নথি সংযুক্ত রয়েছে।
×