ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ন্যাশনাল সার্ভিসের সহকারী শিক্ষকদের কেন প্রাইমারির শূন্যপদে নিয়োগ নয়

প্রকাশিত: ১২:০৪, ৩১ জুলাই ২০১৯

ন্যাশনাল সার্ভিসের সহকারী শিক্ষকদের কেন প্রাইমারির শূন্যপদে নিয়োগ নয়

স্টাফ রিপোর্টার ॥ ন্যাশনাল সার্ভিস কর্মসূচীর কর্মরত সহকারী শিক্ষকদের কেন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকের শূন্য পদে নিয়োগ দেয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। একইসঙ্গে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের শূন্য পদে নিয়োগ দিতে সরকারের নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না তাও জানতে চেয়ে রুল জারি করা হয়েছে। বরগুনা জেলার ন্যাশনাল সার্ভিস কর্মসূচীর ৭১২ জন সদস্যের দায়ের করা রিট আবেদনে প্রাথমিক শুনানি শেষে বিচারপতি মোঃ আশফাকুল ইসলাম ও বিচারপতি মোহাম্মদ আলীর সমন্বয়ে গঠিত হইকোর্ট বেঞ্চ এই রুল জারি করেন। আগামী ৪ সপ্তাহের মধ্যে মন্ত্রী পরিষদ সচিব, সংস্থাপন সচিব, শিক্ষা সচিব, যুব ও ক্রীড়া সচিবসহ ৬ জনকে এই রুলের জবাব দিতে আদেশ দিয়েছে হাইকোর্ট। আদালতে রিট আবেদনকারীদের পক্ষে শুনানি করেন সুপ্রীমকোর্টের আইনজীবী ব্যারিস্টার অরুণাভ দাশ শুভ্র। রিট আবেদনকারীদের পক্ষে আইনজীবী ব্যারিস্টার অরুণাভ দাশ শুভ্র বলেন, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নীতিমালায় পুলভুক্ত শিক্ষকদের মতো ন্যাশনাল সার্ভিস কর্মসূচীর সদস্যদের সমপর্যায়ের স্বীকৃতি দেয়া হয়েছে। কিন্তু নিয়োগের ক্ষেত্রে পুলভুক্ত শিক্ষকদের নিয়োগ দেয়া হলেও ন্যাশনাল সার্ভিস কর্মসূচীর চাকরিজীবীদের সহকারী শিক্ষক হিসেবে শুন্য পদে নিয়োগ দেয়া হয়নি। এটা বৈষম্যমূলক, বেআইনী এবং আবেদনকারীদের আইনগত প্রত্যাশার পরিপন্থী।
×